মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তালেবানবিরোধী বিদ্রোহীদের হটিয়ে তিন জেলার দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। এছাড়া তিন দিক থেকে ঘিরে রাখা হয়েছে পাঞ্জশির উপত্যকা। আজ সোমবার দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় এই তথ্য জানান।
এর আগে ১৫ আগস্ট কাবুল দখলের পর উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের বানো, দিহ সালেহ ও পুল হিসার জেলা তালেবানের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নেয় পাঞ্জশিরকেন্দ্রীক বিদ্রোহীরা। তাজিক জাতিগোষ্ঠীভুক্ত সোভিয়েত আগ্রাসনবিরোধী যুদ্ধের কিংবদন্তি নেতা আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ এই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে জবিউল্লাহ মুজাহিদের টুইট বার্তায় আরো জানানো হয়, তারা পাঞ্জশির অভিমুখে বাদাখশান, তাখার ও আনদারাবে অগ্রসর হয়েছেন।
এর আগে অপর এক টুইট বার্তায় জবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের কাছাকাছি অবস্থান নিয়ে উপত্যকাটিকে তিন দিক ঘিরে ফেলেছে।
তবে পাঞ্জশির ঘিরে ফেললেও তারা যুদ্ধ না করে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চাচ্ছেন বলে জানান জবিউল্লাহ মুজাহিদ। সূত্র : আলজাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।