প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী প্রথমবারের মতো জুটি বাঁধছেন। সিনেমা পাড়ায় গুঞ্জন খোরশেদ আলম খসরু প্রযোজিত ও এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘গলুই’তে দেখা যাবে এই দুই তারকাকে।
এ প্রসঙ্গে চলচ্চিত্রটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা চারজন অভিনেত্রীর সঙ্গে কথা বলছি। তাদের কাজ দেখছি। কাউকেই এখনো চূড়ান্ত করিনি। আমাদের ইচ্ছা তাদের মধ্যে থেকে কাউকে নেওয়া। সে তালিকায় পূজাও রয়েছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে আপনাদের খুশির খবর দিতে পারব- কে নায়িকা হিসেবে আমাদের টিমে যোগ দেবেন।’
বিষয়টি নিয়ে সিনেমাটির পরিচালক এস এ হক অলিক গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি নিয়ে শাকিব খান ও পূজা চেরীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে সেটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুজন চুক্তি স্বাক্ষর করলেই বিষয়টিকে আমরা চূড়ান্ত হিসেবে ধরবো। আর তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি জানাতে চাই।’
অলিক আরও বলেন, ‘চুক্তি হয়ে গেলে মহরত অনুষ্ঠান করে সবাইকে বিষয়টি জানানোর ইচ্ছা আমাদের। চুক্তি না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছুই চূড়ান্ত নয়।’
এদিকে গত ২০ আগস্ট ছিল পূজা চেরির জন্মদিন। সেদিন রাতে ‘গলুই’ লেখা একটি কেক নিয়ে পূজার বাসায় হাজির হয়েছিলেন পরিচালক অলিক। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ‘গলুই’ সিনেমায় তার নায়িকার হওয়ার গুঞ্জনটি আরো ঘন হয়।
ইতিমধ্যে জানা গেছে, যথা সময়ে সবার সঙ্গে চুক্তি হয়ে গেলে সেপ্টেম্বরের ১০-১২ তারিখ থেকে জামালপুরে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে একটানা চলবে শুটিং। শাকিব-পূজা ছাড়াও সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির গান করবেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।