Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি এখনও মিসেস পূজাই আছি-পূজা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ফেসবুকে সঙ্গীতশিল্পী পূজার স্বামী অর্ণব অন্তুর সংসার ভাঙ্গার ঘোষণায় অবাক হয়েছেন পূজা। তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। পূজা বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এখন পর্যন্ত আমাদের কোনো বিচ্ছেদও হয়নি। শুক্রবার সন্ধ্যায়ও আমার সঙ্গে ওর কথা হয়েছে, দেখা হয়েছে। সব স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করে এই পোস্ট দেখে আমি নিজেই অবাক হয়েছি। বিচ্ছেদ হতে গেলেতো সামাজিকভাবে হতে হবে। ভার্চ্যুয়ালিতো বিচ্ছেদ হয় না। আমি নিজেও বোঝার চেষ্টা করছি আসলে কি হয়েছে। পূজা বলেন, অন্তুর সঙ্গে আমার কথা হয়েছে। তবে এ বিষয়ে সে তেমন কথা বলছে না। যদি সে বিচ্ছেদ চায়, তাহলে তো আমার সঙ্গে কথা বলবে। আমাকে জানাবে। অথচ আমি জানি না। পূজা বলেন, আমি এখনও মিসেস পূজা আছি। যদি সামনে কিছু হয় সবাইকে জানাব। উল্লেখ্য, পূজার একটি গানে মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেই তাদের বন্ধুত্ব ও প্রেম। ২০১৭ সালে তারা বিয়ে করেন। সাড়ে চার বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়ে গত শুক্রবার রাতে অন্তু ফেসবুকে লেখেন, মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো। পোস্টটিতে পূজাকেও ট্যাগ করেন অন্তু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসেস পূজা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ