Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের মানুষ আমাদেরকে সন্ত্রাসী মনে করে না : তালেবান মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১১:৩৭ পিএম

সদ্য আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়া তালেবানের কালচারাল কমিশনের মুখপাত্র আব্দুল কাহার বালখি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বললেও আফগানিস্তানের মানুষ তাদের সন্ত্রাসী ভাবে না। তালেবানের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন ইস্যুতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন তিনি। -আল জাজিরা

তালেবানের নেতৃত্বে সরকার গঠন নিয়ে বালখি আরও বলেন, নতুন সরকার গঠনে কাজ চলছে এবং অবশ্যই আমরা ভালো একটা সিস্টেমের মধ্যে কাজ করতে পারব। রাজধানী তালেবানের যাত্রাস্থল কান্দাহারে স্থানান্তর করা হবে নাকি, কাবুলেই থাকবে সেটি নিয়েও আলোচনা হচ্ছে। এই তালেবান মুখপাত্র বলেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছি, একসঙ্গে কাজ করছি। বিমানবন্দরের বাইরে চেকপোস্ট আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ভেতরের বিষয়টি যুক্তরাষ্ট্রের সেনারা দেখছেন। আমরা প্রতিনিয়ত নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলছি।

তালেবানের ওপর কাবুলের মানুষের আস্থার সংকটের বিষয়টি নিয়ে বালখি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে তারা দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করছেন। আমরা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, নিরাপত্তা বাহিনীর লোকজন থেকে শুরু করে সবার জন্য। ভয়, আতঙ্ক এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ