Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মসমর্পণ না করলে পঞ্জশিরে হামলা, মাসুদ বাহিনীকে হুঁশিয়ারি তালেবানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১১:১৫ পিএম

হাতে আর মাত্র ৪ ঘণ্টা। আত্মসমর্পণ না করলে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও। পঞ্জশিরের মাসুদ বাহিনীকে ঠিক এই ভাষাতেই হুমকি দিল তালেবান। এ দিকে তালেবানকে সমানে সমানে টক্কর দিতে তৈরি আহমেদ মাসুদের বাহিনী। ১৫ আগস্ট কাবুলের পতনের পরও আফগানিস্তানের কিছু এলাকা, বিশেষত উত্তরে হিন্দুকুশ পর্বতের পাদদেশে পঞ্জশির উপত্যকা তালেবান দখলের বাইরে থেকে যায়। এবার এত দিনের অজেয় পঞ্জশির উপত্যকা দখলের লক্ষ্যে চূড়ান্ত লড়াই শুরু করলো তালিবান। এমনটাই কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা। -আনন্দবাজার

পাল্টা পঞ্জশিরের ‘নেতা’ আহমেদ মাসুদের হুঙ্কার, প্রতিরোধের সবে শুরু। আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ের একেবারে সামনে আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তার সঙ্গেই রয়েছেন গনি জমানার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। আফগান সেনার একটি অংশও মাসুদের বাহিনীতে যোগ দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। মাসুদ বাহিনী সমর্থন পাচ্ছে কয়েকটি দেশের। কিন্তু প্রশ্ন হল কতদিন প্রতিরোধ চালাতে পারবে মাসুদরা?

এই প্রশ্ন উঠছে, কারণ কাবুলের তখত দখল করার পর আফগান সেনাকে আমেরিকার দেওয়া বিপুল অস্ত্র্রের সম্ভার এখন তালেবানের হাতে। সাম্প্রতিক একটি হিসেব অনুযায়ী, আফগান সেনাকে আমেরিকা ৬ লক্ষ রাইফেল-বন্দুক জাতীয় লাইট ওয়েপন, ৮০ হাজারের বেশি মাইন নিরোধক অত্যাধুনিক গাড়ি, যে কোনও রাস্তায় চলতে পারে এমন ৪ হাজার ৭০০ টি হামভি, ২০ হাজারেরও বেশি গ্রেনেড, নাইট ভিশন গগলস এবং ম্যানপ্যাক দিয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সেই সমর সম্ভারের কত অংশের দখল নিয়েছে তালেবান?

বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার অত্যাধুনিক অস্ত্র ভান্ডারের অনেকটাই এই মুহূর্তে তালেবানের কাছে। ফলে আমেরিকান অস্ত্রে বলিয়ান তালেবান আজ আরও ভয়ঙ্কর। যদিও তালেবানের শক্তিকে ধর্তব্যের মধ্যে আনতে রাজি নন পঞ্জশিরের আহমেদ মাসুদ। বিপুল পরিমাণ অস্ত্র তাদের কাছেও মজুত রয়েছে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৩ আগস্ট, ২০২১, ১২:৩১ এএম says : 0
    মাসুদ বাহিনী আত্সমর্পণ করবে অবশ্যই করতে হবে,কিন্তু তালেবান তাদের ভালো বাসা দিয়ে মিলে মিশে কাজ করবে আশা করি ,মাসুদ বাহিনী তালেবান আফগানিস্তানী,তাদের উচিত হবে,মিলে মিশে নিজের দেশ রক্ষা করা,বিগত বিশটি বসর তাদের অধিকার নিজের দেশ নিয়ে ইহুদিবাদরা ছিনিমিনি করেছে,এর আগে ও নিজেদের দেশ নিয়ে রাশিয়া ছিনিমিনি খেলা করেছে,এত দিন পরে আফগান মুক্তি যোদ্ধারা নিজের দেশে শাসন করবে নিজেরা নিজেদের পায়ে দাড়াবে,সারা বিশ্ব জুড়ে ইসলামের বানী শুনাইবে,সবাই মনে করে বিশ্বে সেরা ইসলামীক মুক্তি যোদ্ধা আফগানিস্তানে,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ