মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে নিয়ন্ত্রণ নিয়ে তালেবানরা কান্দাহার এবং হেরাতের বন্ধ ভারতীয় কনস্যুলেট পরিদর্শন করেছে। সেখানে কাগজপত্রের জন্য কান্দাহারে আলমারি তল্লাশি করেছে এবং উভয় দূতাবাস থেকে পার্ক করা যানবাহন কেড়ে নিয়েছে। এমনকি এনবিএস-এর জন্য কাজ করা আফগানদের সনাক্ত করতে কাবুলে ঘরে ঘরে তল্লাশি চালায় রাষ্ট্র পরিচালিত গোয়েন্দা সংস্থা।–হিন্দুস্তান টাইমস
জালালাবাদে ভারতীয় কনস্যুলেট এবং কাবুল মিশনে কী ঘটছে তার বিবরণ পাওয়া যায়নি। কাবুল থেকে পাওয়া প্রতিবেদন অনুসারে, হাক্কানি নেটওয়ার্কের প্রায় ৬ হাজার সদস্য রাজধানী শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, যার নেতৃত্বে তালেবান গোষ্ঠীর প্রধান এবং তালেবানের উপ-নেতা সিরাজউদ্দিন হাক্কানির ভাই আনাস হাক্কানি রয়েছেন।
আনাস হাক্কানি প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, এইচসিএনআর চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ এবং হিজব-ই-ইসলামীর প্রবীণ নেতা গুলবুদ্দিন হেতকমতিয়ারের সাথে দেখা করেছেন।কারজাই এবং আবদুল্লাহ উভয়ের গতিবিধি তালেবান দ্বারা নিয়ন্ত্রিত বলে মনে হচ্ছে।
কারজাই এবং আবদুল্লাহ উভয়েই আনুষ্ঠানিকভাবে তালেবান নেতা মোল্লা আবদুল গনি বড়দারের কাছে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অংশ নেন। সিরাজউদ্দিন হাক্কানি কোয়েটা থেকে নির্দেশনা দিচ্ছেন বলে জানা যায়, যেখানে তালেবানের নেতাদের শুরা ভিত্তিক কাউন্সিল কোয়েটা হয়।
কান্দাহার থেকে পাওয়া প্রতিবেদন থেকে জানা যায় যে, তালেবান সদস্যরা ভারতীয় কনস্যুলেটের তালা ভেঙে তল্লাশি চালায়। তারা তাদের সাথে পার্ক করা কূটনৈতিক যানবাহন নিয়ে যায়। হেরাত-এ তারা কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশ করে এবং কনস্যুলেটে জোরপূর্বক প্রবেশ না করতে দেয়ায় যানবাহন নিয়ে যায়।
যদিও হাক্কানি নেটওয়ার্ক কাবুলের অনেকাংশে নিয়ন্ত্রণ করছে মোল্লা ওমরের পুত্র এবং তালেবান সামরিক কমিশনের প্রধান মোল্লা ইয়াকুব। তার নেতৃত্বে তালিবান গোষ্ঠী পশতুনদের ঐতিহ্যবাহী আসন কান্দাহার থেকে ক্ষমতা ও সরকার দখলের পরিকল্পনা করছে। মোল্লা বড়দার ১৮ আগস্ট দোহা থেকে আসার পর মোল্লা ইয়াকুবের সাথে দেখা করেন। ১৯৯৬ সালের ৪ এপ্রিল মোল্লা ইয়াকুবের বাবাকে আমির উল মোমিন ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।