মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বরেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর পক্ষে ৩১ আগস্টের মধ্যে হাজার হাজার আফগান সহযোগী এবং তাদের পরিবারের সদস্যদের আফগানিস্তান থেকে সরিয়ে আনা সম্ভব হবে না। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এমনটি জানিয়েছে। সিরিয়া যুদ্ধের ফলে ২০১৫ সালে যেমন অভিবাসন প্রত্যাশীদের ভিড় সামলাতে ইউরোপকে বেশ বেকায়দায় পড়তে হয়েছিল। এবার আফগানিস্তান থেকে বিপুল শরণার্থী ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করতে পারে। জোসেপ বরেল বলেছেন, ‘গাণিতিক হিসাব বলছে, এই মাসের মধ্যে সবাইকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাড়তি কড়াকড়ির কারণে ইউরোপীয়দের সহযোগী হিসেবে কাজ করা আফগানদের বিমানবন্দরে ঢুকতে কষ্ট হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে অভিযোগ জানিয়েছি।’ ঘোষণা অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব সেনা প্রত্যাহার হয়তো সম্ভব হবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন, উড়োজাহাজে করে কাবুল থেকে লোকজনকে ফিরিয়ে আনার কার্যক্রমের মেয়াদ বাড়ানো হতে পারে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বলেছেন, ‘যতটুকু জানি, যুক্তরাষ্ট্র এখনও মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়নি। তারা ৩১ আগস্টের মধ্যে ৬০ হাজার মানুষ ফিরিয়ে আনতে চায়। যেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়।’ ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।