Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচনী প্রচার শুরু করলেন জাস্টিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

কানাডার প্রধানমন্ত্রী বরাবরই ব্যতিক্রমধর্মী কিছু করে মানুষের মন জয় করেন এবং দৃষ্টি কাড়েন। তিনি জনগণের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কথা বলেন, কুশল বিনিময় করেন। যা বিশ্বে বিরল ঘটনা। এবার জাস্টিন নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিয়ার দিয়ে ‘চিয়ার্স’ করে। তিনি ব্রিটিশ কলম্বিয়ায় অনির্ধারিতভাবে ঢুকে পড়লেন একটি বিয়ারের দোকানে। দোকানের কাস্টমারদের মেশিন থেকে নিজেই তাদের জন্য বিয়ার ঢেলে দিলেন। ‘চিয়ার্স’ বলে বিতরণ করলেন। তাতে উপস্থিত ব্যক্তিরা আনন্দে মেতে উঠেন। জাস্টিন সেই ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই কানাডার ৪৪তম ফেডারেল নির্বাচনের দিন-তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ এই নির্বাচন হওয়ার সময়সীমা ছিলো ২০২৩ সালের অক্টোবরে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ