মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার প্রধানমন্ত্রী বরাবরই ব্যতিক্রমধর্মী কিছু করে মানুষের মন জয় করেন এবং দৃষ্টি কাড়েন। তিনি জনগণের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কথা বলেন, কুশল বিনিময় করেন। যা বিশ্বে বিরল ঘটনা। এবার জাস্টিন নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিয়ার দিয়ে ‘চিয়ার্স’ করে। তিনি ব্রিটিশ কলম্বিয়ায় অনির্ধারিতভাবে ঢুকে পড়লেন একটি বিয়ারের দোকানে। দোকানের কাস্টমারদের মেশিন থেকে নিজেই তাদের জন্য বিয়ার ঢেলে দিলেন। ‘চিয়ার্স’ বলে বিতরণ করলেন। তাতে উপস্থিত ব্যক্তিরা আনন্দে মেতে উঠেন। জাস্টিন সেই ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই কানাডার ৪৪তম ফেডারেল নির্বাচনের দিন-তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ এই নির্বাচন হওয়ার সময়সীমা ছিলো ২০২৩ সালের অক্টোবরে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।