Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ইউএনও ওসি এসআই ও আনসার সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা, পিবিআই’কে তদন্তের নির্দেশ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৭:৪০ পিএম

বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কোতয়ালী থানার ওসি ও এক এসআই সহ উপজেলা পরিষদে কর্তব্যরত আনসারদের বিরুদ্ধে সিটি করেপারেশনের প্যানেল মেয়র ছাড়াও স্টেট অফিসার পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মহানগর হাকিম মামলা দুটি আমলে নিয়ে তদন্ত করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলে পিবিআই’কে নির্দেশ দিয়েছেন।

গত বুধবার রাতে উপজেলা কমপ্লেক্সে ইউএনও’র বাসভবন প্রাঙ্গণে হামলা এবং তা প্রতিরোধে পুলিশ ও আনসার সদস্যদের গুলিবর্ষণের পরে ইউএনও এবং কোতয়ালী থানা পুলিশ সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ ছাত্রলীগ ও যুব লীগের কয়েকশ নেতা কর্মীর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রোববার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দয়ের হল।

সিটি করপোরেশনের দুই নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন তার দায়ের করা মামলায় সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান ছাড়াও কোতয়ালী থানার ওসি ইন্সপেক্টর নুরুল ইসলাম, এসআই শাহজালাল ছাড়াও আরো ২জন আনসার সদস্যকে আসামী করেছেন। অপরদিকে সিটি করপোরেশনের স্টেট অফিসার বাবুল হালদার তার মামলাতেও ইউএনও এবং কর্তব্যরত ৫ আনসার সদস্য এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামী করে মামলাটি দয়ের করেন।

অপরদিকে বুধবারের ঘটনায় গ্রেফতার ২২ জনের মধ্যে ২১ জনের পক্ষে তাদের আইনজীবীগন রোববার জমিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নার পক্ষে রোববার কোন জামিন আবেদন করা হয়নি। মান্নাকে শনিবার রাতের প্রথম প্রহরে ঢাকা থেকে র‌্যাব গ্রেফতারের পরে শনিবার বিকেলে বরিশালে এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ