Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রফিকের ইন্তেকাল

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বগুড়ার সান্তাহার পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার রাত ১১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত এক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৯) বছর। মৃত্যুকালে তিনি ভাই বোন, বন্ধু, বান্ধব, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গাছেন।

গত শুক্রবার বাদ জুমআ সান্তাহার দৈনিক বাজার ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবরিক গোরস্থনে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বগুড়া জেলা বিএপির আহবায়ক গোলাম মোহম্মদ সিরাজ এমপি, যুগ্ন আহবায়ক এডভোকেট সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফজলুল বারি তালুদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, বিএনপি নেতা হামিদুল হক চৌধরী হিরু গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ