মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে শিশুকে মার্কিন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। শেষ খবর- হাসপাতালে চিকিৎসার পর শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফোবর্সের খবরে এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র জিম স্টেনজার ফোবর্সকে বলেন, শিশুটি কাবুল বিমানবন্দরে মার্কিন সামরিক এলাকার পেছনে নিরাপদেই রয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘সেনার হাতে তুলে দেওয়ার সময় শিশুটির বাবা-মা বলেছিল, সে খুব অসুস্থ। তার যেন দেখাশোনা করা হয়। এরপরই বিমানবন্দরের মধ্যে থাকা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে শিশুটির। চিকিৎসার পর সুস্থ হতেই বাচ্চাটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ তবে, শিশুটির মা-বাবা এখনও কাবুল বিমানবন্দরেই রয়েছেন নাকি তাদের ফিরিয়ে আনা হয়েছে তা জানাননি জন কিরবি। আফগানিস্তানে ন্যাটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে যাঁরা কাজ করেছেন, তাঁদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জাতিসংঘের নথিতে বলা হয়েছে, তালেবান তাদের নিশানা করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে আফগানদের আশ্বস্ত করছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ‘প্রতিশোধ নেবে না’। এর মধ্যেই জানা গেছে, জাতিসংঘকে যাঁরা গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন, তালেবান তাঁদের নিশানা করছে বলে এক গোপন নথিতে সতর্ক করা হয়েছে। বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।