Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শিশু নির্যাতন ২০ শতাংশ বেড়েছে ইংল্যান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাস মহামারি শুরুর প্রথম বছরে গুরুতর শিশু নির্যাতনের ঘটনা ২০ শতাংশ বেড়ে গেছে ইংল্যান্ডে। গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশে শিশু মৃত্যুর হার ১৯ শতাংশ বেড়ে গেছে। জানা গেছে, গত এক বছরে ইংল্যান্ডে শিশু নির্যাতনের গুরুতর ঘটনা ঘটেছে ৫৩৬টি। আগের বছর এই সংখ্যা ছিল ৪৪৯টি। পাঁচ বছর আগের তুলনায় ইংল্যান্ডে শিশু নির্যাতনের গুরুতর ঘটনা বেড়েছে ৪১ শতাংশ। গত বছর শিশু নির্যাতনের যে ঘটনা সামনে এসেছে, তার মধ্যে ৩৬ শতাংশের বয়স এক বছরের কম। স্থানীয় সরকার (এলজিএ) বলছে, শিশু নির্যাতন বেড়ে যাওয়ার এই ঘটনা দুঃখজনক এবং বেশ উদ্বেগের। করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনে থেকে পরিবারের লোকজন মানসিকভাবেও চাপে ছিল। সে কারণে এ ধরনের ঘটনা বেড়েছে বলে মনে করছে তারা। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ