Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল আপাতত শান্ত: বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ৬:০৭ পিএম

ইউএনও’র বাসভবনে হামলার পর রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনের মধ্যে উত্তপ্ত হয়ে উঠে ব‌রিশা‌ল শহরের প‌রি‌স্থি‌তি। তবে তা এখন শান্ত র‌য়ে‌ছে বলে জানিয়েছেন ব‌রিশালের বিভাগীয় ক‌মিশনার সাইফুল হাসান বাদল। তিনি বলেন, ‘এই মুহূ‌র্তে বি‌জি‌বি নামা‌নোর কো‌নো প্রয়োজন নেই। ত‌বে য‌দি প্রয়োজন হয়, সেজন্য বি‌জি‌বি প্রস্তুত র‌য়ে‌ছে।’

এ বিষয়ে ব‌রিশাল মে‌ট্রোপলিটন পু‌লি‌শের উপ-ক‌মিশনার (ডিসি-দ‌ক্ষিণ) আলী আরশাদ ব‌লেন, ‘জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে। পৃথক মামলায় ১৩ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। বা‌কি আসামিদের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।’

আজ শুক্রবার (২০ আগস্ট) নগরীর বি‌ভিন্ন স্থা‌নে ঘু‌রে জনজীবন স্বাভা‌বিক দেখা গেছে। এদি‌কে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে নগরীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অবস্থানে র‌য়ে‌ছে পু‌লিশ, পাশাপা‌শি টহল দি‌চ্ছে র‌্যাব।

অন্যদি‌কে, মেয়‌রের ওপর হামলার ঘটনায় আজ শুক্রবার দুপু‌রে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে বি‌ক্ষোভ ক‌রে‌ছে সদর উপ‌জেলা ছাত্রলী‌গের নেতাকর্মীরা। এ ছাড়া বাব‌ুগ‌ঞ্জে উপ‌জেলা আওয়ামী লীগ বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে।

ইউএনও করা মামলার অভিযোগে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলায় বাধা দিতে গেলে গত বুধবার রাতে তাঁর সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলায় বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্য আহত হন। ছাত্রলীগের দাবি, এ সময় তাঁদের অন্তত ৩০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ