Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে পরিস্থিতি শান্ত হলেও জনমনে নানা প্রশ্ন

আওয়ামী লীগের প্রতিবাদ সভা, বেশীরভাগ নেতাকর্মী আত্মগোপনে, মেয়রের অবস্থান নিশ্চিত নয়

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ২:৫১ পিএম | আপডেট : ৪:৫৩ পিএম, ২০ আগস্ট, ২০২১

বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র বাসায় হামলা প্রতিরোধে পুলিশ ও আনসারের গুলিবর্ষণের এবং সিটি মেয়র সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার পরে জনমনে নানা জিজ্ঞাসা থাকলেও বরিশাল মহানগরীর পরিস্থিতি শান্ত। তবে মহানগর আওয়ামী লীগ বিকেলে নগরীতে দলীয় কার্যালয়ের সামনে বুধবারের ঘটনায় প্রতিবাদ সভা আহবান করেছে। এদিকে কোতোয়ালী থানার ওসি ইন্সপেক্টর নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলী করে ২৫ আগষ্টের মধ্যে সেখানে যোগ দিতে বলা হয়েছে। হবিগঞ্জের মানুষ নুরুল ইসলাম গত ৩ বছর বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

নগরীতে ৬ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম টহলে রয়েছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী ১০ প্লাটুন বিজিবি বরিশালের জন্য বরাদ্দ করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে আড়াই ঘন্টার মধ্যে বরিশাল মহানগরীতে হাজির হবার জন্য তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে বলা হয়েছে।

তবে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তার কোন ঘনিষ্ঠ মহলও বিষয়টি সম্পর্কে কিছু বলেন নি। কারো মতে তিনি নগরীর কালীবাড়ী রোডের বাসাতেই আছেন। অসমর্থিত একটি সূত্রের মতে, মেয়র বৃহস্পতিবার রাতেই ‘বাইরে গেছেন’। মেয়রের বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি ‘আইনগত ভাবেই এগুবেন’ বলেও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। ‘উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি বরিশালে ফিরবেন’ বলেও অপর একটি সূত্র জানিয়েছে। তবে ‘এসব কিছুই সময় বলতে পারবে’ বলে মন্তব্য করেছেন ওয়াকিবাহল মহল।

শুক্রবার ছুটির দিন হওয়ায় নগরীতে জনসমাগম কম থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী থানা পুলিশ সহ ইউএনও দুটি মামলা দায়েরের পরে নগরী অনেকটাই যুবলীগ ও ছাত্রী নেতা-কর্মী শূন্য। বেশীরভাগ নেতারাও আত্মগোপনে রয়েছেন। দুটি মামলাতেই বিপুল সংখ্যক ‘অজ্ঞাতনামা’কে আসামী করা হয়েছে। ফলে পুলিশ কাকে ধরবে বা কাকে ছাড় দেবে, তা এখনো স্পষ্ট না হওয়ায় বেশীরভাগ নেতা-কর্মী স্নায়ুচাপে রয়েছেন। এমনকি যারা এতদিন এ নগরীতে ক্ষমতার দাপটে নানামুখী অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল, তারাও ইতোমধ্যে গা ঢাকা দিয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর বেশকিছু নেতা-কর্মীর বাসাবাড়ীতে খোজ খবর করেছে পুলিশ।
বরিশাল মহানগরীতে বুধবার রাতের ঘটনার পরে জনমনে নানা প্রশ্ন উকি দিচ্ছে। যে পুলিশ ও প্রশাসন এতদিন যাদের সীমাহীন তোয়াজ করত, তারা বুধবার রাতের ঘটনার পরে বিষয়টি নিয়ে কতদিন এবং কতটা শক্ত অবস্থানে থাকবে সে বিষয়েও প্রশ্ন সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি নিয়ে অনেক উৎসুক মানুষই দেশের বিভিন্ন এলাকা থেকেও শুক্রবারও বিভিন্ন গণমাধ্যমে ফোন করে জানতে চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ