মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে চায় না রাশিয়া। তালেবানের অধীনে দেশটির সব জাতি-গোষ্ঠীর সমন্বয়ে নতুন সরকার গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা করে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ল্যাভরভ বলেন, “আমরা তালেবানের পক্ষ থেকে ‘ইতিবাচক পদক্ষেপ’ দেখতে পাচ্ছি। তালেবান বলেছে, তাদের সরকারে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকেও অন্তর্ভুক্ত হওয়ার আহŸান জানানো হয়েছে।’ তবে, তালেবান গোষ্ঠীর বিষয়ে এখনই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেও জানান ল্যাভরভ। রয়টার্স জানায়, আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর প্রতি আহŸান জানিয়ে ল্যাভরাভ বলেন, দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগানদের উচিত জাতির বৃহত্তর স্বার্থে আলোচনার টেবিলে বসা এবং ভবিষ্যত করণীয় নির্ধারণ করা। তবে, কাবুলের রুশ দূতাবাসকে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদ সংস্থা ‘আরআইএ’ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ এবং একজন তালেবান প্রতিনিধির মধ্যে আলোচনা
হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।