Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বাবুনগরী ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক রাজনীতিবিদ: মুসলিম লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৫:৫৪ পিএম

হেফাজত ইসলামের আমির মরহুম মাওলানা জুনায়েদ বাবুনগরী আপাদমস্তক একজন দেশপ্রেমিক নির্ভরযোগ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান মাওলানা ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) নির্বাহী সভাপতি এবিএম ফাখরুজ্জামান খান ও মহাসচিব এড. শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আল্লামা জুনায়েদ বাবু নগরীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় একথা বলেন।

বিবৃতিতে মুসলিম লীগের নেতৃদ্বয় বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মওলানা জুনায়েদ বাবু নগরী ছিলেন দেশ এবং জাতির জন্য একটি সম্পদ। মওলানা জুনায়েদ বাবু নগরী ছিলেন একাধারে রাজনীতিবিদ, চিন্তাবীদ, প্রথিতযশা মওলানা এবং সজ্জন ব্যক্তি। রাজনীতি এবং ধর্ম চর্চার সাথে সমাজ গঠনে তাঁর অসাধারণ সাংগঠনিক ক্ষমতা তাঁকে এক বিরল গুণের অধিকারী করেছিল। নেতৃবৃন্দ বলেন, মওলানা বাবুনগরীর শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।

বংলাদেশ মুসলিম লীগ-বিএমএল নেতৃদ্বয় যুক্ত বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ