বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে শোক মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে তিনটায় শহরের ইসলামপুর পাড়া বিএনপি কার্যালয় থেকে শোক মিছিল শুরু হয়ে বিভিন্ন শ্লোগান সহকারে কেশব মোড় হয়ে শহর প্রদক্ষিন করে। জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, মাগুরা ১ আসনের গত নির্বাচনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন এর নেতৃত্বে মিছিলে ইকবাল আখতার খান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক,সদর থানা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, পৌর বিএনপির সম্পাদক মাসুদ খান কিজিল,মিহির কান্তি বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশীদ, জেলা যুবদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ মাহবুব আলী মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সম্পাদক গোলাম জাহিদ, হাসানুর রহমান হাসু,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, জেলা মহিলা দল, কৃষক দলসহ জেলার চার উপজেলা থেকে বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা মিছিলে অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।