Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নিজ মন্ত্রণালয়ের পিএস এর বাবার মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সচিবের শোক প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:৫৮ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির একান্ত সচিব মো. আবরাউল হাছান মজুমদারের বাবা কবির আহমদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল পৃথক এক শোকবার্তায় অনুরূপ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কবির আহমদ মজুমদার গতরাত ১২.৩০ মিনিটে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। আজ ১৭ ডিসেম্বর বাদ জোহর দুপুর ২ ঘটিকায় মরহুমের জানাজা উনার নিজ বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক প্রকাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ