গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, সাবেক সচিব এ বি এম গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোকবার্তায় বলেন, এ বি এম গোলাম মোস্তফা ‘আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন’। ১৯৬৯ সালে প্রেসডেন্ট আইয়ুব খানের সাথে বঙ্গবন্ধুর গোলটেবিল বৈঠকের সময় বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচির সমর্থনে ড্রাফট প্রস্তুতকারী বাংলাদেশি সিএসপি অফিসারদের মধ্যে তিনিও একজন। তিনি (মোস্তফা) দেশ ও জনগণের কল্যাণে অনেক অবদান রেখে গেছেন। তাঁর অবদান জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
পররাষ্ট্রমন্ত্রী মরহুম এ বি এম গোলাম মোস্তফার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।