Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুল বিমানবন্দরে নিহতের সংখ্যা বেড়ে ১২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৩:১৭ পিএম

কাবুল বিমানবন্দর ছাড়তে মরিয়া যাত্রীদের বিমানে ওঠার প্রতিযোগিতায় সৃষ্ট বিশৃঙ্খলায় পদদলিত বা গুলিবিদ্ধ হয়ে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে তালেবানের এক নেতা এই তথ্য জানান।
নাম প্রকাশে অস্বীকার করে ওই নেতা একইসাথে ভ্রমণের যথাযথ অনুমতিপত্র না থাকলে বিমানবন্দরে ভিড় করা জনতাকে বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়েছেন।
ওই নেতা জানান, 'আমরা বিমানবন্দরে কাউকে আঘাত করতে চাই না।'
রোববার তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর বিদেশী নাগরিকদের সাথে সাথে বিপুল আফগান নাগরিক দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হয়। কাবুল ছাড়তে মরিয়া যাত্রীদের বিমানে ওঠার প্রতিযোগিতায় সৃষ্ট বিশৃঙ্খলায় পদদলিত বা গুলিবিদ্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয় বলে ওই নেতা জানান।
বিমানবন্দরে এখনও হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছে।
কাবুল বিমানবন্দরের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের সড়কে তালেবান যোদ্ধারা অবস্থান করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র তালেবান যোদ্ধারা সাধারণ মানুষকে চলাচলে বাধা দিচ্ছে, তাদের কাগজপত্র খতিয়ে দেখছে।
আফগানিস্তান এখন পুরোপুরি তালেবানের নিয়ন্ত্রণে। শিগগিরই সরকার গঠন করতে যাচ্ছে তারা। এরইমধ্যে বেশিরভাগ অফিস আদালত, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বড় ভবনগুলোতে টানানো হয়েছে তালেবানের সাদা পতাকা। শহরে রাস্তার মোড়ে মোড়ে বসেছে চেক পোস্ট। ক্ষমতায় বসার আগেই নানা প্রতিশ্রুতি দিচ্ছে গোষ্ঠীটি দেশটির সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ইস্যুতে। তবুও ভয় আর আতংকে দেশ ছাড়ছে বহু মানুষ। সূত্র : আলজাজিরা ও বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ