Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের পক্ষে মুসলিম স্কলারদের বিবৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৭:৪৩ পিএম

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস মঙ্গলবার বলেছে যে, তারা আফগানিস্তানের নতুন নেতৃত্বকে কী দিতে পারে তা নিয়ে ভাবছে। ইউনিয়নের প্রধান আহমদ আল-রাইসুনি এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটে যাওয়া সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে সংস্থাটি সন্তুষ্ট।

আল-রাইসুনি ‘তালেবানের পদক্ষেপ, সহনশীলতা ও সাধারণ ক্ষমা দেখানো’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে তিনি ‘সমঝোতা, সহনশীল এবং সহযোগিতামূলক পরিবেশের নতুন পর্যায় সম্পর্কে আশাবাদী’। ইউনিয়নের নেতা জোর দিয়ে বলেন, ‘এই নতুন পর্বে আফগানিস্তানকে তার সব লোককে ঐক্যবদ্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা আশা করি আফগানিস্তানের সকল সম্প্রদায়, অঞ্চল এবং জাতি একতাবদ্ধ, ইসলাম দ্বারা ঐক্যবদ্ধ এবং আফগান স্বার্থে একত্রিত হবে।’ তিনি ‘আধুনিক আফগান রাষ্ট্রের জন্য সুদৃঢ় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান, যার ভিত্তিতে প্রত্যেককে সম্পৃক্ত করা, হবে। সূত্র : মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • Manob Sheba bd ১৮ আগস্ট, ২০২১, ৮:০৯ পিএম says : 0
    আমরা আশা করি আফগানিস্তানের সকল সম্প্রদায়, অঞ্চল এবং জাতি একতাবদ্ধ, ইসলাম দ্বারা ঐক্যবদ্ধ এবং আফগান স্বার্থে একত্রিত হবে।’ আফগান রাষ্ট্রের জন্য সুদৃঢ় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানাচ্ছি যার ভিত্তিতে প্রত্যেককে সম্পৃক্ত করা, হবে। শান্তি কামী দেশ হিসাবে গড়তে আফগানের কোঠর পরিশ্রম করতে হবে ।
    Total Reply(0) Reply
  • Md. Habibur Rahman Obayed ১৮ আগস্ট, ২০২১, ১০:২২ পিএম says : 0
    প্রতিবেশি দেশ(নাম বলা নিষ্প্রয়োজন) মাইনকা চিপায় থাকবে।চীন,পাকিস্তান আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে। আমাদেরও কদর বাড়বে
    Total Reply(0) Reply
  • Md Nizam ১৮ আগস্ট, ২০২১, ১০:২৩ পিএম says : 0
    মোটামুটি ভাবে বলা যায় যে, পরিবর্তন ঘটবে,, ভারতের গনতন্ত্র মুক্তি পাবে,,,কাশ্মীরা নতুন জাতীয়তাবাদ রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে পারে এবং এমনকি বাংলাদেশেও গনতন্ত্রের নতুন জাতীয়তাবাদের বীচ বপন হতে পারে।
    Total Reply(0) Reply
  • Shoyeb Khan ১৮ আগস্ট, ২০২১, ১০:২৩ পিএম says : 0
    যদি তালেবানদের দির্ঘ্য ১৫/২০ বছরের সুশাসন আফগানদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়, তবে অবশ্যই ক্রমান্যয়ে সারা বিশ্বে তার প্রভাব পরতে শুরু করবে। আর ব্যার্থ হলে তেমন কোনো প্রভাবই পরবে না।
    Total Reply(0) Reply
  • নূরুল্লাহ ১৯ আগস্ট, ২০২১, ৮:২০ এএম says : 0
    বিশ্বব্যাপী ইসলামের শত্রুরা তালেবানকে কাজ করতে দিবে না। তাদের সমস্ত কোমলতাকে কলুষিত করে প্রচার করবে। অর্থনৈতিক অবরোধ এরমধ্যে শুরু করেছে। পতাকার মতো বিষয়কে সামনে এনে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে এখনি অস্থিরতার দানা বাধিয়ে দিচ্ছে। আশা করি মুজাহিদরা সব জেনেই কাজ করছেন।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আব্বাস আজমীন ১৯ আগস্ট, ২০২১, ৪:৪৯ পিএম says : 0
    এখানে তালেবানের সার্থকতা বড় বিষয়, আমি মনে করে একান্ত ভাবে তালেবান রাষ্ট্র পরিচালনায় আমূল পরিবর্তন আনতে পারবেন,খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমগ্র বিশ্বে তালেবানদের খেলাফত ব্যবস্থা ইসলামী শাসন রোড মডেল হিসেবে কাজ করবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ