মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘হাম মেহের বোখারি কে সাথ’ নামের পাকিস্তানি বিখ্যাত টিভি শোতে এক সাক্ষাৎকারে কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছেন, ‘আফগানিস্তানে ভারতের কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তালেবানের পক্ষ থেকে কোনো বাধা নেই।’ আফগানিস্তানে ভারত তাদের অসম্পূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো শেষ করতে পারবে বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।
তবে, সুহাইল শাহীন বলেন, ‘আমরা কোনো জাতি, গোষ্ঠী বা দেশকে আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনার কাজে নাক গলানোর সুযোগ দেব না। ভারত চাইলে অবকাঠামো খাতের প্রকল্পের কাজ চালিয়ে যেতে পারে, কারণ এগুলো জনগণের জন্য প্রয়োজন। তবে এই ভূমি প্রতিদ্বন্দ্বী কোনো দেশের বিরুদ্ধে (ভারত) ব্যবহার করতে চাইলে, সে সুযোগ দেওয়া হবে না।’
এক প্রশ্নের জবাবে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, ‘ভারত চাইলে তাদের প্রকল্পগুলো শেষ করতে পারবে। কিন্তু, আমাদের নীতি একদম পরিষ্কার। সেটি হচ্ছে- আফগানিস্তানের মাটি অন্য কারও বিরুদ্ধে ব্যবহৃত হতে দেব না আমরা।’ সূত্র : ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।