Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দ্রিমা উদ্যানে অসাবধানতাবশত গুলিতে পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৫:০৪ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওম) পুলিশ কনস্টেবল মো. শহীদুল ইসলাম (২১) গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) পৌনে ৩টায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখানে তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ শহীদুল ইসলামের সহকর্মী নাজমুল ইসলাম বলেন, সকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অসাবধানতাবশত পুলিশের গুলিতে তিনি আহত হন। তার কোমরের নিচে গুলি লাগে। পরে আমরা প্রথমে তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় অসাবধানতাবশত পুলিশের গুলিতে আমাদের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলিতে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ