Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে বিজিবির গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ইউপি নির্বাচনী সহিংসতায় বিজিবির গুলিতে আহত ছাত্রলীগের নেতা মোঃ নাজমুল হক (২৩) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ দিন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। গত ৪ জনু ইউপি নির্বাচনের দিন সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩নং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ মোশারফ হোসেন (মোরগ) ও অপর সদস্য প্রার্থী মোঃ আবদুল করিম (তালা) কর্মীদের মধ্যে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিজিবির গুলি করে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে প্রথমে নির্বাচনের দিন দুপুর ২টা ১০মিঃ মোশারফ হোসেনের সমর্থিত আওয়ামী লীগ কর্মী মোঃ শাহজাহানের (৫০) হদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। নিহতের বাড়ী একই ইউনিয়নের বাগুয়া গ্রামে। আহতদের মধ্যে গফরগাঁও ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় একই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ মোঃ নাজমুল হক (২৫)সহ বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নাজমুল হকের মৃত্যু হয়। নাজমুল হকের সালটিয়া ইউনিয়নের বাগুয়া মধ্যপাড়া গ্রামের মোঃ উসমান আলীর ছেলে। এ ঘটনার গত ৪ জুন রাতে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন পুখুরিয়া কেন্দ্রে দায়িত্ব নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা মোঃ শামছুল আলম। মামলা আসামী করা হয়েছে পুখুরিয়া গ্রামের ৩নং ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী দুই মেম্বার প্রার্থী মোঃ মোশারফ হোসেন ও মোঃ আবদুল করিমকে। এ ছাড়া মামলায় ২শ/৩শ’ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। পরে পুলিশ মেম্বারপ্রার্থী মোঃ মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গফরগাঁওয়ে বিজিবির গুলিতে আহত ব্যক্তির মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ