গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : সহকর্মীর রাইফেলের গুলিতে আহত হয়েছেন রাজধানীর রূপনগর থানার পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (২২)। গতকাল সোমবার টহল ডিউটি করার সময় অসাবধানতাবশতঃ এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাবিবুর রহমানকে (কং নং-৩২১০৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে রূপনগর থানাধীন মিল্কভিটা রোড এলাকায় টহল ডিউটি করছিলেন হাবিবুর রহমান ও তার কয়েকজন সহকর্মী। ডিউটিকালীন তারা একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় পাশে থাকা তার অপর সহকর্মী কনস্টেবল তরিকুল ইসলাম রাইফেল নিয়ে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ তরিকুলের রাইফেলের ট্রিগারে চাপ পড়লে একটি গুলি বের হয়। গুলিটি হাবিবুরের বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।