রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটে ভাদসা ইউনিয়ন পরিষদের আ.লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান একে আজাদ (৪৫) দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গত ৪ জুন আনুমানিক রাত ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর ও কোঁচকুঁড়ি গ্রামের মাঝখানের সড়কে ভাদসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান একে আজাদ রাতে একই উপজেলার দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। গোপালপুর বাজার পার হয়ে গ্রামের কাছাকাছি পৌঁছামাত্র একদল মুখোশধারী দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা দুই হাত ও পেটে মারাত্মক জখম করে এবং গুলি করে। ওই সময় তার চিৎকারে নয়ন নামে এক পথচারী এগিয়ে গেলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অবস্থার অবনতি হলে উভয়কে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে গত শনিবার রাতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সদর থানা মামলার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, চেয়ারম্যান একে আজাদের ওপর এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।