Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাবতলীতে দুবৃত্তের গুলিতে আহত চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়া গাবতলী’র সোনারায় ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম (৪০) দুর্বৃত্তের গুলিতে গুরুত্বর আহত হওয়ার পর বগুড়া শহরের কানছগাড়ীতে তেসলা নিউরোসাইন্স হাসপাতালে দীর্ঘ ১৫ দিন লাইফ সার্পোট দেওয়ার পর গত শনিবার রাত পৌনে ৯টায় তিনি মারা যান। তাঁর লাশ ময়না তদন্তে’র পর গতকাল  রোববার ৪র্থ বার নামাজে জানাযা শেষে নিজ গ্রাম আটবাড়ীয়া’য় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।  জানাযায়, আটবাড়ীয়া গ্রামের জসমুতুল্লাহ মোল্লা’র পুত্র সোনারায় ইউপি চেয়ারম্যান তারাজুল আটবাড়ীয়া গ্রামের বাড়িতে শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন। অজ্ঞাত দুই ব্যক্তি তার শোবার ঘরের জানালা’য় গিয়ে তাকে ডাক দিলে তারাজুল জানালা খুলে কথা বলার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের গুলিতে তারাজুল মাথায় গুলিবৃদ্ধ হন। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয়। সেখান থেকে বগুড়ায় নিয়ে এসে কানছগাড়ীতে লাইফ সার্পোটে রেখে তার মাথায় সফল (অপারেশন) অস্ত্রোপচার করা হয়। তারাজুল’কে দীর্ঘ ১৫দিন আইসিতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেয়া হয়। গত শনিবার লাইফ সার্পোট থাকা অবস্থায় রাঁত পৌনে ৯টায় তার মৃত্যু ঘটে। এরপর তারাজুলের প্রথমে বগুড়া আলতাফুন নেছা খেলার মাঠ, এরপর গাবতলী উপজেলা পরিষদ চত্বর, পীরগাছা উচ্চ বিদ্যালয় ও সর্বশেষ আটবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাবতলীতে দুবৃত্তের গুলিতে আহত চেয়ারম্যানের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ