Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাধারণ ক্ষমা’ ঘোষণা, নারীদের সরকারে যোগ দেয়ার আহ্বান তালেবানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৪:৩৮ পিএম

তালেবানরা আফগানিস্তানে একটি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করার পরে মঙ্গলবার নারীদেরকে তাদের সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে তারা রাজধানী কাবুলে সৃষ্ট উদ্বেগ ও উত্তেজনা প্রশমন করার চেষ্টা করছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামঙ্গানি এই ঘোষণা দিয়েছেন। এটিই হচ্ছে আফগানিস্তানের ক্ষমতা দখলের পরে কেন্দ্রীয় স্তর থেকে আসা প্রথম ঘোষণা। তালেবানরা কাবুল দখল করার পর থেকেই রাজধানীতে বিশৃঙ্খলা দেখা দেয়। সোমবার কাবুলের বিমানবন্দরে প্রচণ্ড ভিড় দেখা যায়, যখন মানুষ তালেবান শাসন থেকে পালানোর চেষ্টা করে।

কাবুলে সংঘাত বা মারামারির কোন বড় খবর না থাকলেও, বিদ্রোহীদের দখলে কারাগার খালি করা এবং অস্ত্রাগার লুণ্ঠনের পর অনেক বাসিন্দা বাড়িতে রয়ে গেছে এবং আতঙ্কিত রয়েছে। সামঙ্গানি বলেন, ‘ইসলামিক আমিরাত (তালেবানরা নিজেদের এই নামে ডাকে) নারীদের বঞ্চিত করতে চায় না। তাদের শরীয়াহ আইন অনুযায়ী সরকারি কাঠামোতে থাকা উচিত।’ তিনি বলেন, ‘সরকারের কাঠামো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে, একটি সম্পূর্ণ ইসলামী নেতৃত্ব থাকা উচিত এবং সব পক্ষের যোগদান করা উচিত।’ সামানগানি বলেন, আমাদের জনগণ মুসলমান এবং আমরা এখানে তাদের জোর করে ইসলামের জন্য আসিনি। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ