Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১০:০৬ পিএম | আপডেট : ১০:১৫ পিএম, ১৬ আগস্ট, ২০২১

আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা না হলেও পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এর মধ্যেই বিদেশিদের পাশাপাশি আফগানদেরও দেশ ছাড়ার হিড়িক পড়েছে। এতে দেশটির কাবুল বিমানবন্দরে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলিও ছুড়েছেন নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে আসা মার্কিন সেনারা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় আজ সোমবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে নিতে এসেছে মার্কিন সেনারা। বিমানবন্দরে পরিস্থিতি সামাল দিতে তারা ফাঁকা গুলি ছুড়েছে। সব কিছু মিলিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। সাংবাদিকদের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। লুটপাট ও অপহরণ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দয়া করে কেউ বিমানবন্দরে আসবেন না।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দেশটিতে যাওয়ার কথা ছিল। তবে আফগান কর্তৃপক্ষ বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেটি আর সম্ভব হচ্ছে না।

এদিকে, বর্তমান পরিস্থিতিতে অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে। এই মুহূর্তে আফগানিস্তানের আকাশ পথ ব্যবহার করছে না ইউনাইটেড এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকসহ অন্যান্য বিমান সংস্থা। ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, উদ্ভূত পরিস্থিতির কারণে ইরান ও পাকিস্তানের আকাশ পথ দিয়ে চলাচল করছে অনেক বিমান। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ