মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সচিবালয় ‘কোভিড ভাইরাসের পরবর্তী অনুসন্ধান’ শীর্ষক এক বিবৃতি প্রকাশ করেছে। এ প্রসঙ্গে গতকাল সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, অনুসন্ধানকাজ খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বে পরবর্তী অনুসন্ধান হু’র সদস্য দেশগুলোর উদ্যোগে চালাতে হবে। জানা গেছে, গত ১২ আগস্ট প্রকাশিত হু সচিবালয়ের বিবৃতিতে বলা হয়, পরবর্তী অনুসন্ধানে প্রথম পর্যায়ের গবেষণার ভিত্তিতে চীন-হু’র যৌথ রিপোর্টের মতামত কার্যকর করতে হবে। অনুসন্ধান বৈজ্ঞানিক উপায়ে চালাতে হবে, এবং পারস্পরিক সমালোচনা বা অপরাজনীতি বন্ধ করতে হবে। এই সম্পর্কে মুখপাত্র হুয়া বলেন, হু’র সবকাজ সদস্য দেশগুলোর উদ্যোগে চলছে। ভাইরাসের উৎসের অনুসন্ধানেও সদস্যদের সাথে সংলাপের মাধ্যমে তাদের মতামত নিতে হবে। সূত্র : রেডিও চায়না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।