Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে টানা বৃষ্টি নেই, পানি কমেছে সুরমার

বাড়ছে কুশিয়ারায়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ৬:৪২ পিএম | আপডেট : ৮:২৪ পিএম, ১৬ আগস্ট, ২০২১

টানা কয়েকদিন বৃদ্ধির পর সুরমা নদীর পানি কমতে শুরু করেছে সিলেটে। সোমবার সবগুলো পয়েন্টেই কমেছে সুরমার পানি। তবে কয়েকটি এলাকায় কুশিয়ারার অব্যাহত রয়েছে পানি বৃদ্ধি। এছাড়া আজ পানি কমেছে লোভা, সারি এবং ধলাই নদীরও। রোববার থেকে বৃষ্টিও কমেছে সিলেটে। এ অবস্থা অব্যাহত থাকলে নদীর পানি আরও কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। তবে আজ সোমবার তা নেমে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের সোমবার সকালের হিসেব অনুযায়ী, কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার .২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সেই পয়েন্টে পানি বিপদসীমার .২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টেও রোববারের চাইতে সোমবার সকাল পর্যন্ত কমেছে প্রায় .২৫ সেন্টিমিটার। পানি বাড়ছে কেবল কুশিয়ারার। রোববারের চাইতে সোমবার শেরপুরে .৮ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে .৬ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে দুই জায়গায়ই পানি এখনও রয়েছে নিচে বিপদসীমার। অপরদিকে অমলসীদ ও শেওলা পয়েন্টে রোববারের চাইতে সোমবার কিছুটা কমেছে কুশিয়ারার পানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ