Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আফগানিস্তানে নারী শিক্ষাকে উৎসাহিত করে যাবে পাকিস্তান’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ৬:৩৭ পিএম

পাকিস্তান আফগানিস্তানে নারী শিক্ষাকে উৎসাহিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। সোমবার বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই মন্তব্য করেন।

ফাওয়াদ বলেন, ‘পাকিস্তান আফগান শরণার্থী শিশুদের শিক্ষার সুবিধাও দিচ্ছে। প্রায় ৬ হাজার আফগান শিশু পাকিস্তানে অধ্যয়ন করছে।’ মালালা আফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সম্পর্কে তথ্যমন্ত্রীকে অবহিত করেন এবং আফগানিস্তানে নারী শিক্ষার উন্নয়নে পাকিস্তানকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। মালালা বলেন, তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠিও লিখেছেন।

এর আগে রোববার, তালেবানরা রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানে ক্ষমতায় আসে। এর পর তারা যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে। ওইদিনই প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যান। তালেবান ক্ষমতায় আসায় সেখানকার নারী এবং মেয়েদের শিক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, যাদের একটি সম্পূর্ণ প্রজন্ম অধিকার এবং স্বাধীনতার সাথে বেড়ে উঠেছে। সূত্র : ট্রিবিউন।



 

Show all comments
  • jack Ali ১৬ আগস্ট, ২০২১, ৯:৪৬ পিএম says : 0
    Mallah is Iblees enemy of Islam.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ