মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান আফগানিস্তানে নারী শিক্ষাকে উৎসাহিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। সোমবার বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই মন্তব্য করেন।
ফাওয়াদ বলেন, ‘পাকিস্তান আফগান শরণার্থী শিশুদের শিক্ষার সুবিধাও দিচ্ছে। প্রায় ৬ হাজার আফগান শিশু পাকিস্তানে অধ্যয়ন করছে।’ মালালা আফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সম্পর্কে তথ্যমন্ত্রীকে অবহিত করেন এবং আফগানিস্তানে নারী শিক্ষার উন্নয়নে পাকিস্তানকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। মালালা বলেন, তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠিও লিখেছেন।
এর আগে রোববার, তালেবানরা রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানে ক্ষমতায় আসে। এর পর তারা যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে। ওইদিনই প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যান। তালেবান ক্ষমতায় আসায় সেখানকার নারী এবং মেয়েদের শিক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, যাদের একটি সম্পূর্ণ প্রজন্ম অধিকার এবং স্বাধীনতার সাথে বেড়ে উঠেছে। সূত্র : ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।