Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বগুড়ায় দেনায় জর্জরিত এক ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ৫:২০ পিএম

বগুড়ায় হাসিবুল ইসলাম হাসিব (৩০) নামের এক ব্যবসায়ী দেনার দায়ের চাপে গঁলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালের দিকে তিনি শহরের দঁত্তবাড়ি মোড়ে তার নিজ বাড়িতে এঘটনা ঘটে। মৃত হাসিব আলহাজ্ব মোস্তফা নুরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক।

পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) এ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
হাসিবেন পরিবার জানায়, ব্যক্তিগত কিছু ধার দেনায় জর্জরিত ব্যবসায়ী হাসিব মানসিক অবসাদে ভুগছিলেন৷
গত রোববার তিনি তার ব্যক্তিগত মটরসাইকেলটি বিক্রি করেন। এটা নিয়ে পরিবারে তার বাবা ও স্ত্রীর সাথে হাসিবের মন মালিন্য হয়। সোমবার সকালে বাহির থেকে তিনি নাস্তা করে এসে দরজা আটকিয়ে গায়ে দেওয়ার কাঁথা দিয়ে নিজ শোবার ঘরের ফ্যানের সাথে গঁলায় ফাঁস দেন।
পরে তার পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার লাশ৷
ফুঁলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দরজা ভাঙা ও খাঁটে শোয়ানো অবস্থায় হাসিবের লাশ পাওয়া যায়।
তাই প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও লাশটি পুলিশ হেফাজতে নিয়ে শজিমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



 

Show all comments
  • jack Ali ১৬ আগস্ট, ২০২১, ৫:২৯ পিএম says : 0
    আমাদের দেশে আল্লাহর আইন থাকলে এই হতভাগ্য মানুষটাকে আত্মহত্যা করতে হত না... বায়তুলমাল থেকে তার সব ঋণ শোধ করে দেওয়া হতো....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ