Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুল বিমানবন্দরে গুলিতে নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ২:২৮ পিএম | আপডেট : ২:৪৭ পিএম, ১৬ আগস্ট, ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আফগান রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় তারা নিহত হন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

যুক্তরাষ্ট্রের সেনারা বর্তমানে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ করছে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনারা এই বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়েছে বলে জানান দেশটির এক কর্মকর্তা।

তবে নিহতদের বিষয়ে কোনো কর্মকর্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।



 

Show all comments
  • Khalilur Rahman ১৬ আগস্ট, ২০২১, ৪:২৬ পিএম says : 0
    ওখানে প্রশাসন এখন লাগামহীন ঘোড়ার মত দৌড়াচ্ছে। মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করছে। যার যার জীবন নিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে। এই জন্যই বিমান বন্দরে মানুষের এত ভীড় পরিলক্ষিত হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Julkar Nime ১৬ আগস্ট, ২০২১, ৪:২৭ পিএম says : 0
    দেশদ্রোহী গাদ্দাররা পালাচ্ছে।যারা আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে দেশের সঙ্গে গাদ্দারী করেছে তারা ভীত।অথচ তালেবান সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
    Total Reply(0) Reply
  • Md Mamun ১৬ আগস্ট, ২০২১, ৪:২৭ পিএম says : 0
    পৃথিবীর বুকে আরেক অন্য পৃথিবীর নাম আফগানিস্তান।
    Total Reply(0) Reply
  • Mohammad Kashem ১৬ আগস্ট, ২০২১, ৪:২৮ পিএম says : 0
    ক্ষমতার সুবিধা ভোগীরা ক্ষমতা হারানোর পর পালাতে গিয়ে প্রাণ হারায়। কি করুণ নির্মমতা।
    Total Reply(0) Reply
  • Mahady Hasan ১৬ আগস্ট, ২০২১, ৪:২৮ পিএম says : 0
    এতদিন যারা দেশের সাথে বেইমানি করছে তারা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে। ঠিক এবাবেই সারা দুনিয়া থেকে ইসলামের সত্রুদের বিতারিত করবে তালেবান।
    Total Reply(0) Reply
  • Nizam Uddin ১৬ আগস্ট, ২০২১, ৪:২৯ পিএম says : 0
    আফগানিস্তান থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর সব স্বৈরাশাসকদের
    Total Reply(0) Reply
  • মীযান ১৬ আগস্ট, ২০২১, ৮:৫২ পিএম says : 0
    তালেবান জিন্দাবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ