Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের উত্থানে আরো নিঃসঙ্গ ভারত

পাশে নেই ব্রিটেন, রাশিয়া, ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

কয়েকমাস আগেই ভারত সরকার জানিয়ে দিয়েছিল, অতীতের নীতি বদলে তালেবানের সঙ্গেও আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে। সেই শান্তি প্রক্রিয়ার হাল যে এই হবে, তা আন্দাজ ছিল না মোদি সরকারের। কাবুল দখলের মুখে দাঁড়িয়ে তালেবান প্রচ্ছন্ন হুমকির সুরে ভারতকে জানিয়ে দিল, আফগানিস্তানে সেনা পাঠালে বিপদ আছে!

আফগানিস্তানের অধিকাংশ জমি দখল করে নেয়ার পর কাবুলও ঢুকে পড়েছে তালেবান। এই পরিস্থিতিতে শনিবার সংবাদসংস্থাকে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, ‘যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে, তা হলে সেটা তাদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে, সেটা সবাই দেখেছে। তারা এলে আগে থেকে সব জেনেই আসবে।’ তবে সেই সঙ্গে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহিন। তিনি বলেন, ‘আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ভূমিকার আমরা প্রশংসা করছি।’ আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থেকে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত, আমেরিকা এবং অন্যান্য দেশ। শাহিন অবশ্য বলেছেন, ‘দূতাবাস ও কূটনৈতিক কর্মকান্ডে যুক্ত ব্যক্তিদের কোনও ক্ষতি আমরা করব না। তাদের নিশানা করা হবে না। আমরা সেটা জানিয়েও দিয়েছি। ভারত তাদের নাগরিকদের জন্য যে চিন্তা করছে, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা তাদের কিছু করব না।’ এই পরিস্থিতিতে আফগানিস্তান বিষয়ক কাতার-জোটের পক্ষ থেকে (ভারত, জার্মানি, তাজিকিস্তান-সহ কিছু দেশ যার সদস্য) জানানো হয়েছে, সামরিক শক্তি খাটিয়ে আফগানিস্তানে সরকার গঠন করা হলে তাকে স্বীকৃতি দেয়া হবে না। রণকৌশলগত বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধ পরিস্থিতিতে এই দেশগুলির স্বীকৃতি দেয়া বা না দেয়ার উপর ঘটনার গতি আদৌ নির্ভর করছে না। এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কোনও সন্দেহ নেই যে, বিশ বছর পর তালেবানের এই উত্থানের পিছনে সম্পূর্ণ সহযোগিতা রয়েছে দু’টি বড় দেশ চীন এবং রাশিয়ার। অন্য একটি দেশ পাকিস্তানও যদি আগাগোড়া তালেবানের পাশে না থাকত, তা হলে তারা এই অবিশ্বাস্য ঝড়ের গতিতে সামরিক ভাবে অগ্রসর হতে পারত কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য তালেবানের হুমকি যথেষ্ট উদ্বেগের।

এত দ্রুত যে পরিস্থিতির অবনতি হবে, তা ভারতের যাবতীয় অঙ্কের বাইরে ছিল বলেই আজ আঞ্চলিক কূটনীতিতে হতচকিত অবস্থা নয়াদিল্লির। অথচ শুধু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নন, কাবুল এবং পাকিস্তান নীতিকে নতুন করে সাজাতে দায়িত্ব দেয়া হয়েছিল প্রধানমন্ত্রীর বিশ্বস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। তার তালেবান-দৌত্যও খুব একটা ফলপ্রসূ হয়নি। অন্য দিকে, আফগানিস্তান সরকারও আজ ভঙ্গুর। বরং নিঃশব্দে পাকিস্তান এবং ইরান, রাশিয়ার মতো দেশগুলির সঙ্গে তালেবান নেতৃত্বের যোগাযোগ এখন স্পষ্ট হয়ে উঠছে। আমেরিকা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলেই খুশি। তার বেশি কোনও আন্তর্জাতিক দায় মেটানোর ইচ্ছা বাইডেন সরকারের আপাতত নেই। উপমহাদেশের দেশগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়ালেও বিশেষ কিছু এসে যাবে না বাইডেন প্রশাসনের, যত ক্ষণ না তার আঁচ আমেরিকায় গিয়ে পড়ছে। শুধু আমেরিকা নয়। সম্প্রতি ভারতের পুরনো মিত্র রাশিয়ার সঙ্গেও তালেবান-প্রশ্নে মতবিরোধ ঘটেছে মোদি সরকারের। ইরান বা ব্রিটেনের সঙ্গেও। তালেবান রাশিয়াকে আশ্বাস দিয়েছে, তারা নিশ্চিন্তে থাকতে পারে, সন্ত্রাস আফগানিস্তানের বাইরে গড়াবে না। ফলে তালেবানি সন্ত্রাস নিয়ে মাথা গলাতে চায় না মস্কো। অনুরূপ আশ্বাস নাকি পেয়েছে ভারতের আদি অকৃত্রিম শক্তি-সহচর ইরানও।

সম্প্রতি ব্রিটেনের পক্ষ থেকেও ভারতকে জানিয়ে দেয়া হয়েছে, তালেবান যদি ক্ষমতায় আসে, তবে তাদের স্বীকৃতি দিতে কোনও সমস্যা নেই। আফগানিস্তান-পাকিস্তান নীতির ক্ষেত্রেও ব্রিটেনের সমর্থন রয়েছে পুরোপুরি ভাবে ইসলামাবাদের দিকে, এমন আশঙ্কা ছড়াচ্ছে সাউথ বøকে। ঘটনা হল, ব্রিটেন এটাই বরাবর মনে করে এসেছে, তাদের ভূকৌশলগত অবস্থানের জন্য পাকিস্তানই ওই অঞ্চলের নিরাপত্তা বহাল রাখতে সবচেয়ে কার্যকরী। ফলে আফগানিস্তান এ বার তালেবান রাষ্ট্র হয়ে উঠলে তাতে পাকিস্তানের প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়াইটা আপাতত একাই লড়তে হবে নয়াদিল্লিকে। সূত্র : টিওআই, এবিপি।



 

Show all comments
  • Ibtaliea Jara ১৬ আগস্ট, ২০২১, ১২:৩১ এএম says : 0
    আফগানিস্তানে বোমা পড়ে আর দাদাবাবুদের ধুতির নিচ দিয়ে ধোঁয়া উড়ে এই হলো তালেবানের কেরামতি
    Total Reply(0) Reply
  • Kamal Hossen ১৬ আগস্ট, ২০২১, ১২:৩৪ এএম says : 2
    ভারতের অকৃত্রিম বন্ধু একটাই আছে! যারা সীমান্তে গুলি খেয়েও বলে 'আমরা খুব ভালো বন্ধু!
    Total Reply(0) Reply
  • Siful Islam ১৬ আগস্ট, ২০২১, ১২:৩৫ এএম says : 0
    ইনশাআল্লাহ ভারত দংশ অনিবার্য. সময়ের বেপার মাত্র।
    Total Reply(0) Reply
  • Ali Rayhan ১৬ আগস্ট, ২০২১, ১২:৩৫ এএম says : 3
    ভারতকে তালেবান পুরাই খেয়ে দিলো
    Total Reply(0) Reply
  • Shahriar Kamal ১৬ আগস্ট, ২০২১, ১২:৩৬ এএম says : 5
    কিএক্টা অবস্থা দেখেন...এত্ত এত্ত (প্রায় ৩ বিলিয়ন ইউএসডি) ইনভেস্ট করে এত্তোদিন এ এক্টা ভালো রিটার্ন এর সপ্ন দেখা লোক্টা আজ সে দেশ এর বেপারে কেউকে কাছে পাইতাসেনা ??...বলে না "তারা পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন। বস্তুতঃ আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।" [ আল -আনফালঃ ৩০] আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন
    Total Reply(0) Reply
  • সি আর সেভেন ১৬ আগস্ট, ২০২১, ১২:৩৬ এএম says : 2
    যাদের নাম বলেছে তারাও তো আফগানিস্তান থেকে মার খেয়ে হেরে পালিয়েছে. ভারত গর্ত ইদুর.কয়েক মিলিয়ন টন গরুর মুত্র ঢেলে দিলে এমনিতে ভাসতে যাবে
    Total Reply(0) Reply
  • Abdullah Shoccho ১৬ আগস্ট, ২০২১, ১২:৩৬ এএম says : 2
    ইসলামের বিজয় কোন শক্তিই ঠেকাতে পারবেনা
    Total Reply(0) Reply
  • জামাল হোসাইন ১৬ আগস্ট, ২০২১, ১:১১ এএম says : 1
    তালেবান হলো বর্তমান সময়ের সুর্য্য সৈইনিক,তারা বর্তমান মুসলমানদের আইডল,,হে বীরের জাতি সেলুট তোমাদের,, আল্লাহ তোমাদের ধৈর্যের ফল হিসেবে বিজয় দান করেছে,, ইসলাম জিন্দাবাদ হিন্দুত্তবাদ নিপাত যাক,,
    Total Reply(0) Reply
  • জামাল হোসাইন ১৬ আগস্ট, ২০২১, ১:১২ এএম says : 3
    তালেবান হলো বর্তমান সময়ের সুর্য্য সৈইনিক,তারা বর্তমান মুসলমানদের আইডল,,হে বীরের জাতি সেলুট তোমাদের,, আল্লাহ তোমাদের ধৈর্যের ফল হিসেবে বিজয় দান করেছে,, ইসলাম জিন্দাবাদ হিন্দুত্তবাদ নিপাত যাক,,
    Total Reply(0) Reply
  • Syed Saiful Islam ১৬ আগস্ট, ২০২১, ১:৫৬ এএম says : 0
    যুদ্ধ নয়, শান্তি চাই,,,
    Total Reply(0) Reply
  • Md. Mamunur Rashid ১৬ আগস্ট, ২০২১, ৭:৩৮ এএম says : 0
    লড়াই আমাদের-বিজয় আল্লাহর দাদা বুঝি ধুতি ঠিক করছে
    Total Reply(0) Reply
  • Md. Shahidullah ১৬ আগস্ট, ২০২১, ৮:০২ এএম says : 0
    ভারতের উচিত নিজেকে একা না ভেবে সবার সাথে মিলে কাজ করা।
    Total Reply(0) Reply
  • Md. Shahidullah ১৬ আগস্ট, ২০২১, ৮:০৩ এএম says : 0
    ভারতের উচিত নিজেকে একা না ভেবে সবার সাথে মিলে কাজ করা।
    Total Reply(0) Reply
  • রাকিব হাসান ১৬ আগস্ট, ২০২১, ৮:১৫ এএম says : 0
    ভারত বিশ্বের মধ্যে অন্যতম একটি দাঙ্গাবাজ রাষ্ট৷ ওদের ধর্মিও গোরামিকে কাজে লাগিয়ে অনেক মানুষ হত্যা করেছে এবং বর্তমান মোদি সরকার ক্ষমতাকে স্থায়ী করার চিন্তা করছে৷ এখন তারা হয়তো একটু ভেবে চিন্তে কাজ করবে৷ তবে আমি মনেকরি মোদিরমতো জঙ্গিকে ক্ষমতা চুত্য করার সময়টা একধাপ এগিয়ে গেল৷
    Total Reply(0) Reply
  • Hmm ১৬ আগস্ট, ২০২১, ১০:৫৬ এএম says : 0
    Hmm
    Total Reply(0) Reply
  • jack Ali ১৯ আগস্ট, ২০২১, ১:৩৪ পিএম says : 0
    জারা ডিসলাইক দিচ্ছেন তারা জানো না মানুষ না কেননা ওরা জানে না কোনটা ভালো কোনটা মন্দ এই জন্যই আল্লাহ কুরআনে বলে দিয়েছে ওরা সব থেকে নিকৃষ্ট সবথেকে নিকৃষ্ট সব থেকে নিকৃষ্ট
    Total Reply(0) Reply
  • Modon Roy ২০ আগস্ট, ২০২১, ৮:০১ এএম says : 0
    তোদের ধ্বঙশ অনিবার্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ