মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুলের পতন। প্রায় বিনা প্রতিরোধে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তাঁর জায়গায় দেশের নতুন অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন তালিবান প্রধান আবদুল গনি বরাদর। এই টালমাটাল পরিস্থিতিতে আগেই দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছিল দিল্লি। একের পর এক কনস্যুলেট থেকে কুটনীতিক, কর্মীদের ফেরানো হয়েছিল দেশে। এবার কাবুল ছাড়ল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান। আরোহী ছিল ১২৬ জন।
ভারতের সংবাদ সংস্থার খবর অনুসারে, রোববার তালেবান বাহিনী কাবুলে ঢুকতে শুরু করলে সেখানে অবস্থান করা নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেয় ভারত।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, দুপুর শুরু হওয়া একটু পরেই এয়ার ইন্ডিয়ার বিমানটি কাবুলে আটকে পড়া কর্মীদের আনতে যায়। ভারত থেকে আফগানিস্তানে পৌঁছাতে সময় লাগে ২ ঘণ্টা ২০ মিনিট। কিন্তু আফগানিস্তানে পৌঁছালেও বিমানটি অবতরণের অনুমতি পায় না। কারণ ততক্ষণ তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকতে শুরু করেছে।
ভারতের বিমানটি প্রায় একঘণ্টা আকাশে উঁড়তে থাকে। পাইলট প্লেনের রাডার অফ করে দেন যাতে এটি শনাক্ত করে কেউ হামলা চালাতে না পারে। দীর্ঘ এক ঘণ্টা পর চাপা উত্তেজনার মধ্যে বিমানটি কাবুল বিমানবন্দরে অবতরণ করে।
ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নয়া দিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিনবার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালেবানের রাজ শুরু হতেই দু’দেশের মধ্যে বিমান উড্ডয়ন অনিশ্চিত হয়ে পড়েছে। রোববার সকালেও দিল্লি কাবুলে একটি চার্টার বিমান সেবা বাতিল করা হয়েছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।