Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পার্লামেন্টের কার্যকারিতা নিয়ে কঠোর সমালোচনা ভারতে প্রধান বিচারপতির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

কঠোর ভাষায় ভারতের পার্লামেন্টের কার্যকারিতা (ফাংশনিং) নিয়ে সমালোচনা করেছেন প্রধান বিচারপতি এনভি রামানা। পার্লামেন্টের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, উপযুক্ত বা যথাযথ বিতর্ক হচ্ছে না পার্লামেন্টে। বর্তমানের এ অবস্থা এক দুঃখজনক পরিস্থিতি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। স¤প্রতি পার্লামেন্টের কর্মকাÐে বিঘœ সৃষ্টি হয়। প্রধান বিচারপতি সে বিষয়ে নয়, কথা বলেছেন আইন নিয়ে বিতর্কের বিষয়ে। এর আগে পার্লামেন্টের উভয় কক্ষ থাকতো আইনজীবীতে পূর্ণ। তার সঙ্গে বর্তমান অবস্থা তুলনা করেন তিনি। সুপ্রিম কোর্টে আয়োজিত ভারতের স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, আইনের কোনো স্পষ্টতা নেই। আমরা জানি না কি উদ্দেশে আইন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ। এটা হচ্ছে, যখন পার্লামেন্টে আইনজীবী এবং বুদ্ধিজীবী উপস্থিত নেই। তিনি আরো বলেন, যদি আমাদের স্বাধীনতা যোদ্ধাদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, তাদের অনেকেই ছিলেন আইনগত দিক দিয়ে জানাশোনা। লোকসভা এবং রাজ্যসভার প্রথম সদস্যপদে বসানো হয়েছিল আইনজীবী স¤প্রদায় থেকে। তিনি আক্ষেপ করে বলেন, এখন আমরা পার্লামেন্ট হাউজে যা দেখি, তা দুর্ভাগ্যজনক। কিন্তু ওই সময় পার্লামেন্টে বিতর্ক হতো অত্যন্ত গঠনমূলক। আর্থিক বিল নিয়ে বিতর্ক আমি দেখেছি। এই বিতর্ক থেকে অনেক গঠনমূলক পয়েন্ট বেরিয়ে আসতো। আইন নিয়ে আলোচনা হতো এবং তা অনুমোদন করা হতো। তিনি আরো বলেন, আইনজীবীদের আমি বলতে চাই- আপনারা শুধুই আইনি সেবার মধ্যে নিজেদের আবদ্ধ রাখবেন না। জনগণেরও সেবা করুন। এই দেশের জন্য আপনার জ্ঞান এবং প্রজ্ঞা ব্যবহার করে অবদান রাখুন। ভারত যখন ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছে তখন বিচারপতি এনভি রামানা বলেছেন, নীতি এবং অর্জনের বিষয়ে পর্যালোচনার সময় ছিল একটা। একটি দেশের ইতিহাসের জন্য ৭৫ বছর খুব কম সময় নয়। তার ভাষায়, আমরা যখন স্কুলে যেতাম, আমাদেরকে দেয়া হতো এক টুকরো গুড় আর একটি ছোট্ট পতাকা। এমনকি এখন আমরা অনেক কিছু পেয়েও সন্তুষ্ট নই। আমাদের ‘স্যাচুরেশন’ লেভেল এখন একেবারে তলানিতে চলে এসেছে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পার্লামেন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ