মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লন্ডনে প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট ভবনে শনিবার লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ টেনিস বল নিক্ষেপ প্রতিবাদ করেছে। এছাড়াও মধ্য লন্ডনের বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ব্যানার প্রদর্শন করে। যুক্তরাজ্যে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা থাকলেও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় লকডাউন আরও চার সপ্তাহ পিছিয়ে যাওয়ার ঘোষণায় ক্ষিপ্ত হয় নাগরিকরা। বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে। এছাড়াও তারা পতাকা বহন করে এবং শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়। মিছিলে এক বিক্ষোভকারী বলেন, ‘এই বিক্ষোভে আমার অংশ নেওয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হরণ করা হচ্ছে। আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে। বিধিনিষেধ এসব অধিকার হরণ করছে। আমি সত্যিই সরকারের ওপর বেশক্ষুব্ধ; এজন্য সবাই এখানে এসেছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।