Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলকে চারদিকে ঘিরে ফেলেছে তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ২:৪২ পিএম

ধোঁয়ায় আচ্ছন্ন আফগান যুদ্ধক্ষেত্র। রাতভর গোলাগুলি। চারদিকে বারুদের গন্ধ। আতঙ্কে মানুষ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। তালেবানদের কাবুল দখল এখন সময়ের ব্যাপার মাত্র। আফগান প্রেসিডেন্টের সর্বাত্মক প্রতিরোধ ঘোষণার পর পরই তালেবান যোদ্ধাদের কাবুলের আরো কাছে পৌঁছে যাওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। লগার প্রদেশের আইনপ্রণেতা হোদা আহমাদির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরের শহর আসিয়াবে পৌঁছেছে তালেবান সশস্ত্র যোদ্ধারা। শুধু আসিয়াব নয়, কাবুলের চারপাশ কার্যত ঘিরে ফেলেছে তারা। এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট আশরাফ গনি আর বেশিদিন আফগানিস্তানের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন না।
চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। এতে তিনি তালেবানদের প্রতিরোধের ডাক দিয়েছেন। আগে থেকেই ধারণ করা ভিডিওতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তার সরকার। সেই সঙ্গে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের লড়াইয়ের কারণে শিশু, নারীসহ যেসব মানুষ ঘরবাড়িছাড়া হয়েছে তাদের সহযোগিতার উপায় খোঁজা হচ্ছে। এজন্য আন্তর্জাতিক মিত্র দেশগুলোর সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে বলে জানান আফগান প্রেসিডেন্ট।
এদিকে বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারবে না সরকার। আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের অধ্যাপক হারুন রাহিমি আফগান পরিস্থিতি নিয়ে বলেন, শুধু আশরাফ গনি সরকারের থাকা না থাকার বিষয় নয়, এটা ক্ষমতার রক্তপাতহীন পরিবর্তনের বিষয়। তার দৃষ্টিতে কাবুলের পতন ঘটলে সমস্যার রাজনৈতিক সমাধানের সুযোগ আর থাকবে না। সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া অথবা তালেবানদের সঙ্গে আংশিক ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে এ সংঘাত বন্ধে অনতিবিলম্বে উদ্যোগ নেয়া দরকার।
শান্তি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ভিক্টোরিয়া ফন্টানও মনে করেন, বর্তমান সরকারের ক্ষমতা ছেড়ে দেয়াই সমাধানের পথ তৈরি করবে। তার দৃষ্টিতে জাতির উদ্দেশে আশরাফ গনির দেয়া বক্তব্যে সমস্যা সমাধানে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা বলতে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ উপায় কী হতে পারে হয়তো তা বুঝিয়েছেন।
এদিকে কাবুলের পতন ঘটলেও তালেবান নিয়ন্ত্রিত দখলদার সরকারকে স্বীকৃতি না দেয়ার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ভারত, জার্মানি, কাতার ও তুরস্ক। সরাসরি তালেবানদের নাম উল্লেখ না করে দেশগুলোর পক্ষে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে আফগান সরকার ও তালেবানদের দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হতে আহ্বান জানানো হয়। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৫ আগস্ট, ২০২১, ৩:১৫ পিএম says : 0
    যে সমস্ত দেশ বলেছে স্বীকৃতি দিবেনা ,এরা .... দেশ এদের পয়োজন নেই,........................
    Total Reply(0) Reply
  • MD Akkas ১৫ আগস্ট, ২০২১, ৩:১৭ পিএম says : 0
    Alhamdulillah
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৫ আগস্ট, ২০২১, ৩:১৮ পিএম says : 0
    ইয়া মারহাবা তালেবান
    Total Reply(0) Reply
  • মোঃ মুস্তাফিজুর রহমান ১৫ আগস্ট, ২০২১, ৩:৫৪ পিএম says : 0
    জাজাকাল্লাহু খইর, তালেবান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ