মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানদের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়া দেশটির গুরুত্বপূর্ণ সব শহর এখন তালেবান যোদ্ধাদের দখলে। দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফের পর তারা জালালাবাদ শহরেরও দখলে নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আফগান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে এখন ২৫টিই তালেবান যোদ্ধাদের দখলে।
এএফপি জানায়, রবিবার সকালে নাঙ্গরাহার প্রদেশের রাজধানী জালালাবাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এখন একমাত্র কাবুলই গুরুত্বপূর্ণ শহর যা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
জালাবাদের বাসিন্দা আহমাদ ওয়ালি বলেন, ‘আমরা সকালে ঘুম থেকে জেগে দেখি গোটা শহরে তালেবানের পতাকা উড়ছে। তারা কোনো ধরনের যুদ্ধ ছাড়াই শহরে প্রবেশ করেছে।’
শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তালেবান।
এর আগে তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অবশিষ্ট একমাত্র ঘাঁটি বাল্খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের দখল নেয়।
সেনাদের মনোবল বাড়াতে এবং স্থানীয় মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে আলোচনা করতে কয়েক দিন আগে ওই শহরে গিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি।
জানা গেছে, কুখ্যাত যুদ্ধবাজ মার্শাল আবদুর রশিদ দোস্তুম ও তাজিক গোষ্ঠীর কমান্ডার আতা মোহাম্মদ নুর মাজার-ই-শরিফ থেকে পালিয়ে গেছেন। দোস্তুমের ফাঁকা বাড়িতে তালেবান যোদ্ধাদের ঘুরে বেড়ানোর ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।