Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরিবার নিয়ে দেশ ছাড়তে পারেন আফগান প্রেসিডেন্ট?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১০:৫৪ এএম

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি স্ত্রী-পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাতে পারেন বলে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই তালেবান আগ্রাসন নিয়ে দেশবাসীর মুখোমুখি হলেন তিনি। নিজের ইস্তফা বা দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী, দেশের রাজধানী কাবুল থেকে ১১ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে তালেবান যোদ্ধারা।
উত্তর দিক থেকে কাবুলে ঢোকার প্রবেশপথ হিসেবে চিহ্নিত যে মাজার-ই-শরিফ শহর, তা দখল করে নিয়েছে তালিবান। দক্ষিণের লোগার প্রদেশেরও দখল নিয়েছে তারা।
এমন পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তুলছে বিরোধীরা, সেই সময়ই শনিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন ঘানি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আপনাদের কথা দিচ্ছি, কিছুতেই দেশের স্থিতিশীলতা নষ্ট হতে দেবো না আমি। হিংসার কবলে যেতে দেব না দেশকে। মানুষ যাতে ভিটেমাটি ছাড়া না হন, তা নিশ্চিত করেই ছাড়বো। আফগান নাগরিকদের ওপর যুদ্ধ এবং হত্যালীলা নেমে আসতে দেবো না। গত ২০ বছর ধরে একটু একটু করে যা গড়ে তুলেছি আমরা, কিছু ধ্বংস হতে দেবো না।’
আফগানিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, শুক্রবার রাতে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সে দেশের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে গনির। ইস্তফা দেওয়ার জন্য তার উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা, যাতে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়।
তাই পরিবার নিয়ে অন্যত্র পালানোর আগে গনি মুখরক্ষা করছেন বলে অভিযোগ বিরোধীদের। আফগান সরকার যদিও তা খারিজ করে দিয়েছে।
কিন্তু তালেবানের মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ কী, তা নিয়ে যে অস্বচ্ছতা রয়েছে তা সরকারের অন্দরেই অনেকে মেনে নিচ্ছেন। তাতেই নিজেদের বিরোধীরা আরও জোর পেয়েছেন। তাদের মতে, গনির ইস্তফা এখন সময়ের অপেক্ষা মাত্র। সূত্র : বিবিসি



 

Show all comments
  • Morium Mariya ১৫ আগস্ট, ২০২১, ১২:১১ পিএম says : 0
    কোন অমুসলিম দেশকে ইসলামি রাষ্ট্র তৈরী করার জন্য বললে তা কি অমুসলিম দেশ মেনে নিবে?কিন্তু আমরা পশ্চিমাদের স্যেকুলার সংস্কৃতি মেনে নিচ্ছি অথবা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।ইসলাম কি অন্য কোন মতবাদের অধিকার হরণ সার্ফোট করে?যদি না করে তাহলে স্যেকুলার কেন প্রয়োজন?স্যেকুলার পশ্চিমাদের একটা নতুন ধর্ম অথবা মতবাদ যা তারা বিশ্বে কূটকৌশল এবং জবরদস্তির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
    Total Reply(0) Reply
  • Ah Khan ১৫ আগস্ট, ২০২১, ১২:১৪ পিএম says : 0
    তালেবানদের উচিৎ আশরাফ ঘানীর দেশ ত্যাগের পথ বন্ধ করা। রাষ্ট্রের হিসাব পুংখানু পুংখ বুঝিয়ে দিয়ে মুক্তি
    Total Reply(0) Reply
  • Rashidul Islam ১৫ আগস্ট, ২০২১, ১২:১৪ পিএম says : 0
    তোমার আর কিচ্ছু করার নেই দেশের জন্য। দালালি অনেক করছো। এবার জীবন নিয়া পালানো ছাড়া উপায় নাই।
    Total Reply(0) Reply
  • Md. Zunaid Al Habib ১৫ আগস্ট, ২০২১, ১২:১৫ পিএম says : 0
    তাড়াতাড়ি পালাও মীর জাফরের বংশধর
    Total Reply(0) Reply
  • Ahasan Ullah ১৫ আগস্ট, ২০২১, ১২:১৫ পিএম says : 0
    আশরাফ গনির সরকারের পরিণতি উদাহরণ হয়ে থাকবে। বিদেশি শক্তি ও বাহিনীর ওপর ভর করে কিছু সময়ের জন্য দেশের নিয়ন্ত্রণ নেওয়া যায়। কিন্তু দীর্ঘ মেয়াদে টিকে থেকে সম্ভব নয়। তাদের স্বার্থ হাসিল নাহলে তারা সরেযাবে।
    Total Reply(0) Reply
  • Zahidul Islam ১৫ আগস্ট, ২০২১, ১২:১৬ পিএম says : 0
    মুনাফিকদের শেষ পরিনতি এমন ই হয়
    Total Reply(0) Reply
  • Shariful Islam Shorif ১৫ আগস্ট, ২০২১, ১২:১৬ পিএম says : 0
    বিশ্বাসঘাতক, বেইমানরা দুনিয়া ও আখেরাতে অপমানিত হউক।
    Total Reply(0) Reply
  • Edrish Ali Talukder ১৫ আগস্ট, ২০২১, ১২:১৭ পিএম says : 0
    তাকে দেশ থেকে বের নাহতে দেওয়াই ভালো।স্বদেশের শাস্তি স্বদেশে হওয়াই ভালো।
    Total Reply(0) Reply
  • Arif ১৫ আগস্ট, ২০২১, ২:২৮ পিএম says : 0
    অসংখ্য ধন্যবাদ প্রিয় তালিবান ভাইদেরকে।
    Total Reply(0) Reply
  • arif ullah ১৫ আগস্ট, ২০২১, ২:৩১ পিএম says : 0
    অসংখ্য ধন্যবাদ, প্রিয় তালিবান ভাইদেরকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ