Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধবাজ নেতা আবদুর রশিদ দোস্তামের দেশত্যাগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১০:১৯ এএম

তালেবান বাহিনীর অগ্রাভিযানের প্রেক্ষাপটে বলখ প্রদেশ থেকে পালিয়ে গেছেন লৌহমানব হিসেবে পরিচিত আবদুল রশিদ দোস্তাম ও আতা মোহাম্মদ নূর। একটি সূত্র জানিয়েছে, তারা উজবেকিস্তানে পালিয়ে গেছেন। তারা বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে মাজার ই শরিফের পতন ঘটেছে।
তালেবান বাহিনী শনিবারই বখল প্রদেশের রাজধানী মাজার ই শরিফ দখল করে নেয়। বলখ প্রদেশের আইনপ্রণেতা আবাস ইব্রাহিমজাদা বার্তা সংস্থা এপিকে বলেছেন, তালেবানের অগ্রাভিযানের মুখে জাতীয় সেনাবাহিনী তাদের কাছে আত্মসমর্পণ করে। এতে সরকারপন্থী মিলিশিয়া ও অন্যান্য বাহিনী মনোবল হারিয়ে প্রতিরোধের চেষ্টা পরিত্যাগ করে।
তিনি বলেন, হাজার হাজার যোদ্ধার কমান্ডে থাকা আবদুল রশিদ দোস্তাম ও আতা মোহাম্মদ নূর প্রদেশ থেকে পালিয়ে গেছেন। তাদের অবস্থান জানা যায়নি।
উল্লেখ্য, আতা মোহাম্মদ নূর আফগানিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত এবং তিনি ২০১৮ সাল পর্যন্ত বলখ প্রদেশের গভর্নর ছিলেন। তিনি তাজিক বংশোদ্ভূত। অন্যদিকে রশিদ দোস্তাম উজবেক বংশোদ্ভূত। দুজনই প্রবলভাবে তালেবানবিরোধী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় মিলিশিয়া বাহিনীর কমান্ডার নূর এক টুইট বার্তায় বলেন, তিনি ও দোস্তাম নিরাপদে আছেন। তিনি নগরীর পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে অভিহিত করেন।
তালেবান বাহিনী কার্যত বিনা প্রতিরোধেই মাজার ই শরিফে প্রবেশ করে।
এর আগে আরেক তালেবানবিরোধী কমান্ডার ইসমাইল খান তালেবানের হাতে আটক হয়েছেন। তিনি হেরাত প্রদেশ পতনের সময় আটক হন।
'ওয়ারলর্ড' হিসেবে পরিচিত এসব নেতা কোনো সরকারি পদে না থাকলেও তাদের ব্যক্তিগত কর্তৃত্ব ও আঞ্চলিক ক্ষমতার রাজনীতিতে ব্যাপক ক্ষমতার অধিকারী। এদের পতনে কাবুল সরকারের অবস্থান আরো নাজুক হয়ে পড়ল। সূত্র : আল জাজিরা ও রয়টার্স



 

Show all comments
  • Md. Saiful Islam ১৫ আগস্ট, ২০২১, ১২:১১ পিএম says : 0
    আফ্রিকা বলেন আর এশিয়া বলেন বা মধ্যপাচ্য,যে সব স্হানে অশান্তি রয়েছে তার মূলে রয়েছে পশ্চিমা আগ্রাসন এবং মুসলিম দেশে পশ্চিমা উলঙ্গ সংস্কৃতি চাপিয়ে দেয়া।পশ্চিমারা তাদের লুণ্ঠন কায়েম করার জন্য বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে তারা তাদের পুতুল সরকার বসিয়েছে।ঐসব দেশের জনগণের একটা অংশ যখন এইসব পশ্চিমা মদদপুষ্ট সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তখন তাদেরকে পশ্চিমা মিডিয়ার মাধ্যমে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে।
    Total Reply(0) Reply
  • M A HI M ১৫ আগস্ট, ২০২১, ১২:১২ পিএম says : 0
    এবার প্রেসিডেন্ট আশরাফ গনির পলায়নের নিউজ শোনার অপেক্ষায় রইলাম....
    Total Reply(0) Reply
  • Mufti Jubair Ahmad ১৫ আগস্ট, ২০২১, ১২:১২ পিএম says : 0
    হাজার হাজার আরব মুজাহিদ হত্যাকারী সেই আব্দুর রশিদ দোস্তম তার কর্মফল দুনিয়াতেই ভোগ করছে।
    Total Reply(0) Reply
  • মুহাম্মাদ বেলায়েত উল্লাহ ১৫ আগস্ট, ২০২১, ১২:১৩ পিএম says : 0
    আর কারা করা পরের সিরিয়ালে আছে সেটাও নিউজ করেন...
    Total Reply(0) Reply
  • Tanjil Hasan ১৫ আগস্ট, ২০২১, ১২:১৩ পিএম says : 0
    আল্লাহ তায়ালার পক্ষ থেকে সরাসরি সাহায্য এবং সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা না থাকলে এত তাড়াতাড়ি দেশ জয় করা যায় না। তালেবান বীর মুক্তিযোদ্ধা জিন্দাবাদ!
    Total Reply(0) Reply
  • নাজিম ১৫ আগস্ট, ২০২১, ১২:১৭ পিএম says : 0
    কাবুল দখল করা তালেবানের জন্য সময়ের ব্যাপার!
    Total Reply(0) Reply
  • AR Robin ১৫ আগস্ট, ২০২১, ১২:১৮ পিএম says : 0
    আমেরিকার দালান এখন পালানোর পথ খুজে পাবেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ