Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে কঠোর হুশিয়ারি দিল তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানে ভারত যদি নিজেদের উপস্থিতির জানান দেয় তবে তা তাদের জন্যে ভালো হবে না। সৈন্য প্রেরণ নিয়ে ভারতকে হুশিয়ারি দিয়েছে তালেবান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তালেবানের মুখপাত্র মোহাম্মদ সোহেল শাহীন।

এএনআইকে সুহেল শাহিন বলেন, ‘যদি ভারত আফগানিস্তানে সৈন্য পাঠায় তাহলে তা তাদের জন্য ভালো হবে না। আগে যারা সামরিক শক্তি নিয়ে এখানে এসেছে, তাদের ভবিতব্য দেখেছে ভারত। তো এটা তাদের জন্য খোলা বই।’ এদিকে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তালেবানের কোনও বৈঠক হয়েছে কি না, সেই বিষয়ে কিছু বলতে চাননি তালেবানের মুখপাত্র। তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট নীতি হল যে আফগান মাটি ব্যবহার করে কেউ দেশের বিরুদ্ধে কাজ করতে পারবে না। তাছাড়া অন্য কোনও দেশের বিরুদ্ধেও আমাদের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’

পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তালেবানের আঁতাত রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র বলেন, ‹এগুলো ভিত্তিহীন অভিযোগ। কোনো গোষ্ঠীর সঙ্গে এর কোনও সংশ্লিষ্টতা নেই। এগুলো আমাদের বিরুদ্ধে তৈরির নীতি অনুযায়ী ছড়ানো মিথ্যাচার। এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।’ তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও দূতাবাস বা রাষ্ট্রদূতের ক্ষতি করা হবে না। আমরা আগেও এই কথা বলেছি।’ সূত্র : এএনআই।



 

Show all comments
  • Mohammed kowaj Ali Khan ১৫ আগস্ট, ২০২১, ১২:২৩ এএম says : 0
    ভারতকে অতি সত্ব্রর আক্রমণ করা হোক মুজি মরিয়াছে আর ভারত এখনো ১৫ আগস্ট কয় স্বাধীনতা দিবস।
    Total Reply(0) Reply
  • Ahmod Abul Kalam ১৫ আগস্ট, ২০২১, ১২:৪৭ এএম says : 1
    আল্লাহর সৈনিক তালেবানরা। শুভকামনা রইল নিরন্তর।
    Total Reply(0) Reply
  • সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ১৫ আগস্ট, ২০২১, ১২:৪৮ এএম says : 1
    ভারত স্বাধীন দেওয়ার কে ভারত ও মুসলমানদের দেশ আফগানিস্তান স্বাধীন করার পর ভারত স্বাধীন করতে মুজাহিদেরা আসছে।। ইনশাআল্লাহ।। নারায়ে তাকবীর গাজওয়াতুল হিন্দ জিন্দাবাদ।।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৫ আগস্ট, ২০২১, ৩:১১ এএম says : 0
    মোগলদের নবাবদের দেশে আজ ভারতের হিন্দুরা মুসলমানদের রক্ত নিয়ে টানাটানি করছে,সেই মোগলদের এক অংশ আফগানিস্তান আমরা মনে করি সেই মোগলদের নবাবদের বংশোদ্ভূত এই তালেবান এরাই ইনসআললাহ আবার তাদের পুর্ব পুরুষদের অধিকার ফিরিয়ে আনবে ইনসআললাহ,সম্পূর্ণ বেইমান হিন্দুদের পতিহতে করবে,আমাদের মোগলদের নবাবদের চোখে হিন্দু মুসলিম সবাইকে সমান ছিল হিন্দুদের অধিকার দিয়েছিল ,আজ বেইমান হিন্দু বেইমানি করেছে সেই মোগলদের নবাবদের মসজিদ ভেংগে মুসলমানদের অত্যাচার অবিচার করতেছে,ইনসআললাহ আমরা আশাবাদী আমাদের তালেবান মুক্তি যোদ্ধারা একদিন তার পতিবাদ করবে পুর্ব পুরুষদের অধিকার ফিরিয়ে আনবে।
    Total Reply(0) Reply
  • Mohib Ullah ১৫ আগস্ট, ২০২১, ৫:৪৮ এএম says : 0
    Ass salamualykum insa Allah lellah ha takbir talaban zindabad well com.
    Total Reply(0) Reply
  • Assad ১৫ আগস্ট, ২০২১, ৭:০৪ এএম says : 0
    কুজোও এখন চিৎ হয়ে সুতে চায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ