Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮তম আফগান শহর তালেবানের দখল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৭:৩১ পিএম

তালেবানরা একদিনেই কালাত, তেরেনকোট, পুল-ই আলম, ফিরুজ কোহ, কেল্লানাও এবং লস্করগাহ দখল করেছে। তালেবান সশস্ত্র গোষ্ঠী হেরাত ও কান্দাহার শহর দখলের কয়েক ঘণ্টা পরেই এই প্রাদেশিক রাজধানীরগুলোর দখল নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা আফগানিস্তানে ১৮টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে।

আফগানিস্তানের দক্ষিণে জাবুল প্রদেশের রাজধানী কালাত তালেবানদের দখলে আনা ১৮তম শহর। জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদের প্রধান আতা জান হকবায়ন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারী কর্মকর্তারা কাছাকাছি একটি সেনা ক্যাম্পে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আফগানিস্তানের দক্ষিণ উরুজগান প্রদেশের দুই বিধায়ক বিসমিল্লাহ জান মোহাম্মদ এবং কুদরতউল্লাহ রহিমি বলেছেন, স্থানীয় কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী তেরেনকোটকে তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন। মোহাম্মদ বলেন, শহরটির গভর্নর কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সূত্র : আল-জাজিরা।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৩ আগস্ট, ২০২১, ৯:২৬ পিএম says : 0
    ভাই তালেবান আমাকে তোমাদের সাথে নিয়ে যাও,???????? আমি জানি তোমরাই ইমাম মেহেদীর সেনা পতি হবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ