Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দও এখন তালেবানের দখলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ২:৫৬ পিএম

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নেওয়ার পরদিনই তালেবান যোদ্ধাদের হাতে আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের পতন হলো। স্থানীয় শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে একটি চুক্তির পর সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তারা শহরটি ছেড়ে চলে গেছে।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ নিয়ে আফগানিস্তানে তালেবানদের হাতে অন্তত ১৩ প্রাদেশিক শহরের পতন হলো। শহরগুলো হলো : সার-ই-পোল, শেবারগান, আয়বাক, কুন্দুজ, তালুকান, পুল-এ-খুমরি, ফারাহ, জারানজি, ফৈজাবাদ, গজনি, কান্দাহার, হেরাত ও লস্কর গাহ।

এদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে দূতাবাসকর্মী ও অন্যান্য নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
যুক্তরাষ্ট্র বলছে, আমেরিকান দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে ফিরিয়ে আনার কাজে সহায়তা করতে আফগানিস্তানে প্রায় ৩ হাজার সেনা পাঠাচ্ছে তারা। দেশটি জানিয়েছে, বিশেষ বিমানের মাধ্যমে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ দূতাবাসকর্মীকে ফিরিয়ে আনতে কাবুল বিমানবন্দরে সেনা মোতায়েন করা হচ্ছে।
অন্যদিকে ব্রিটেনও জানিয়েছে যে, স্বল্প সময়ের জন্য তারা ফের আফগানিস্তানে সেনা মোতায়েন করছে। দেশটি বলছে, আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য প্রায় ৬০০ সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ