Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১:২৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে মোবাইল কেনার টাকা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থী মোঃ জুনায়েদ আহম্মেদ সাব্বির (১৭) আত্মহত্যা করেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে শুক্রবার রাত্র ২ টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিম ঢাকার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র। তার পিতার নাম মাওঃ নজরুল ইসলাম।

নিহতের পরিবার ও কলাপাড়া খানা পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকে ভিকটিম তার মায়ের কাছে মোবাইল ক্রয় করার জন্য পাঁচ হাজার টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাত্র সাড়ে ১০ টার দিকে কীটনাশক বিষ সেবন করে বসতঘরে অসুস্থ হয়ে পড়েন। ভিকটিমকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার্ড করলে পথিমধ্যে কলাপাড়ার রজপাড়া নামক স্থানে এ্যাম্বুলেন্সে থাকাবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিুর রহমান জানান, মৃত্যুর বিষয়ে পিতা ও মাতার কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফন করার জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ