Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার তালেবানের দখলে লস্করগাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১:১১ পিএম

কান্দাহার, হেরাতের পর এবার হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহও দখলে নিয়েছে তালেবান। শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

দুই কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলে নিয়েছে তালেবান। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, তালেবানের সঙ্গে সমঝোতার পর শহর থেকে সেনা এবং সরকারি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কান্দাহার ও হেরাতের প্রদেশের রাজধানী দখলে নেয় তালেবান। কান্দাহার দেশটির দ্বিতীয় এবং হেরাত তৃতীয় বৃহত্তম শহর।

আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে তালেবানকে সরকার ক্ষমতা ভাগাভাগির জন্য প্রস্তাব দেওয়ার পর গুরুত্বপূর্ণ তিনটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিল সশস্ত্র গোষ্ঠীটি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ