মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রায় দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে ব্রিটিশ ও আমেরিকান কর্মকর্তাদের। সেখানকার পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে হয়ে আসায় সেখানকার দূতাবাস থেকে কর্মকর্তাদের নিজ-নিজ দেশে ফিরিয়ে আনতে এখন ব্যস্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। চলছে নানাবিধ কূটনৈতিক প্রক্রিয়া।
গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠানো হয়েছে। চালু করা হয়েছে বিশেষ ফ্লাইটও। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এখনও মার্কিন নাগরিকদের উদ্ধার তৎপরতা। দুটি মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন এ কাজে সহযোগিতা করবে।
এছাড়াও, আফগান দোভাষীদের ভিসা প্রসেসিং এবং তাদেরকে আফগানিস্তান থেকে সরানোর জন্য কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন বিমান বাহিনীর ১ হাজার সদস্য। কিরবি জানান, আফগানিস্তানে যেকোন সহযোগীতা দিতে কুয়েতে প্রস্তুত রয়েছে ৪ হাজারের বেশি মার্কিন সেনা।
এদিকে, আফগানিস্তানে কর্মরত নাগরিকদের উদ্ধার এবং দেশে ফেরানোর জন্য ৬০০ সেনা পাঠানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যও। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।