মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করে এর কার্যক্রম রাজধানী কাবুলে স্থানান্তর করা হয়েছে।
মাজার শরিফে নিযুক্ত ইরানের কনস্যুলেট প্রধান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে সংঘর্ষ বৃদ্ধি এবং মাজার শরিফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে সাময়িক সময়ের জন্য রাজধানী কাবুল থেকে মাজার শরিফের কনস্যুলেট সেবা প্রদান করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মাজার শরিফের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার কনস্যুলেটের স্বাভাবিক কাজকর্ম আবার শুরু হবে।
এর আগে সম্প্রতি আফগানিস্তানের হেরাত শহরের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুল, হেরাত ও কান্দাহারের পর মাজার শরিফ দেশটির চতুর্থ বৃহত্তম শহর হিসেবে পরিচিত। বর্তমানে তালেবান শহরটি অবরোধ করে রেখেছে এবং সেখানকার পুলিশ, সেনাবাহিনী ও জেনারেল আব্দুর রশিদ দোস্তামের অনুসারী যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।