মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করে নেয়ার দাবি করেছে। যদি তাদের এই দাবি সত্য হয়, তাহলে এটা আফগান সরকারি বাহিনীর জন্য বড় একটা ধাক্কা হবে। খবর আল জাজিরার।
প্রত্যক্ষদর্শীদের বরাত বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির গভর্নরের অফিস এবং অন্যান্য ভবন দখল করেছে তালেবান। ওই প্রত্যক্ষদর্শীরা তাদের নাম প্রকাশ করেনি কারণ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তালেবানের একজন মুখপাত্র এক টুইট বার্তায় বলেন, কান্দাহার পুরোপুরি জয় করেছি। মুজাহিদীনরা শহরের শহিদ স্কয়ারে পৌঁছেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, একজন বাসিন্দা জানিয়েছেন শহরটির নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে।
এর আগে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখল করে নেয় তালেবানরা। এছাড়া রাজধানী কাবুলের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত গজনিও বৃহস্পতিবার দখল করে নেয় সশস্ত্র এই গ্রুপটি।
গত এক সপ্তাহে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে অন্তত ১১টি দখল করে নিয়েছে তালেবানরা। যদি কান্দাহার পতনের খবর সঠিক হয়, তাহলে এটি ১২তম প্রাদেশিক রাজধানী হবে। কান্দাহার এক সময় তালেবানদের শক্ত অবস্থান ছিল।
এদিকে বৃহস্পতিবার আফগান সরকারের একটি সূত্র জানায়, তারা তালেবানকে ক্ষমতা ভাগাভাগি করে নেয়ার প্রস্তাব দিয়েছে। দেশটিতে সহিংসতা বাড়তে থাকার প্রেক্ষাপটে এমন প্রস্তাব দেয়া হয়েছে বলে দাবি করেছে সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।